ইউরোপীয় কমিশন ৮ আগস্ট ট্র্যান্সজীন ভূট্টা এম.ও.এন.৮৬৩ ই ইউ'র পশুপাখিদের খাবার বাজারে প্রবেশের অনুমতি দিয়েছে। এ হলো ই ইউ ২০০১ সাল থেকে নিরাপদে ট্র্যান্সজীন কৃষি পণ্য জনপ্রিয় করা সম্পর্কিত আইন প্রবর্তিত হওয়ার পর অনুমোদিত দ্বিতীয় ট্র্যন্সজীন কৃষি পণ্য।
ইউরোপীয় কমিশন সঙ্গে সঙ্গে বলেছে, নিরাপত্তার কারণে ই ইউ এই রকম ট্র্যান্সজীন ভূট্টা মানুষের খাবার বাজারে ঢুকতে বা ইউরোপীয় দেশে এ রকম ভূট্টা চাষ করতে অনুমোদন দেবে না।
জানা গেছে, যদিও ই ইউ'র কিছু সদস্য দেশ বিরোধী মতামত প্রকাশ করেছে, তবুও এটা ই ইউ'র চূড়ান্ত সিদ্ধান্ত।
|