জাতিসংঘের মহাসচিব কোফি আন্নান ৮ আগস্ট নব-নিযুক্ত ইরানের প্রেসিডেন্ট আহমাদি নেজাদ টেলিফোনে কথাবার্তা সময়ে ইরান সরকার পারমাণবিক পরিকল্পনা উন্নয়নে সংযম বজায় রেখে ইউরোপীয় ইউনিয়নের তিনটি দেশের সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার তাগিদ দিয়েছেন।
জাতিসংঘের মুখপাত্রের কার্যালয় ৮ আগস্ট আন্নান ও আহমাদি নেজাদের মধ্যে টেলিফোন যোগাযোগ স্বীকার করেছে, কিন্তু এ সম্বন্ধে আরো তথ্য জানায়নি।
উল্লেখ্য, ৮ আগস্ট, ইরান ই ইউ'র সঙ্গে আলোচনার জন্য তার প্রতিনিধি পরিবর্তন করেছে এবং ইউরেনিয়াম রূপান্তর তত্পরতা পুনরুদ্ধার করেছে।
|