v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-08 19:57:37    
০১--০৮ আগস্ট, ০৫

cri
কোরীয় পারমাণবিক সমস্যা সংক্রান্ত চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠক সাময়িকভাবে বিরত হয়

কোরীয় উপ-দ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চতুর্থদফা ছ'পক্ষীয় বৈঠকের চেয়ারম্যান, চীনের প্রতিনিধি দলের নেতা উ ডা উয়ে ৭ আগষ্ট পেইচিংএ একটি চেয়ারম্যান বিবৃতি প্রকাশ করেছেন। তিনি চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠক আপাতত বিরত থাকার কথা ঘোষণা করেছেন। চলতি মাসের ২৯ তারিখ পরের এক সপ্তাহের মধ্যে পরর্বতী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের তারিখ পরে নিধার্রন করা হবে।

৭ আগষ্ট সকালে ছ'পক্ষীয় বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকের পর উ ডা উয়ে চেয়ারম্যান বিবৃবি পাঠ করেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, গত ১৩ দিনে উপ-দ্বীপকে পারমাণবিক অস্ত্রবিহীন অঞ্চলে রুপান্তরের লক্ষ্য বাস্তবায়নের জন্য ছ'পক্ষ ইতিবাচক প্রচেষ্টা চালিয়েছে । ছ'পক্ষের মধ্যে যে মতৈক্য হয়েছে তা আগের তিন দফার বৈঠকে অর্জিত হয়নি।উ ডা ভিয়ে জোর দিয়ে বলেছেন, বৈঠক বিরত থাকাকালে বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে। তা ছাড়া , এবারকার বৈঠকে সাফল্য অর্জনের জন্য চীন যে প্রচেষ্টা চালিয়েছে দক্ষিণ কোরিয়া আর জাপানের প্রতিনিধি দল তার ভূয়সী মন্যায়ন করেছে।

চীন-নেপালের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীর সম্বর্ধনানুষ্ঠান

চীনের গণ বৈদেশিক মৈত্রী সমিতি, চীন-নেপাল মৈত্রী সমিতি এবং চীনস্থ নেপালী দূতাবাস ১ আগস্ট পেইচিংয়ে চীন-নেপাল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে সম্বর্ধনানুষ্ঠান আয়োজন করেছে।

চীনের বৈদেশিক মৈত্রী সমিতির চেয়ারম্যান চেন হাও সু ভাষণ দেয়ার সময় বলেছেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরে চীন ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সর্বদাই স্থিতিশীলভাবে বিকাশ লাভ করে আসছে। দু'দেশের সুপ্রতিবেশীসুলভ মৈত্রী এবং পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতার সম্পর্ক কেবল দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও হিতকর।

চীনে নেপালের রাষ্ট্রদূতপান্ডে বলেছেন, ১৯৫৫ সালে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হচ্ছে নেপালের বৈদেশিক সম্পর্কের ইতিহাসে এক চিহ্নফলক। বিগত ৫০ বছরে দু'দেশের সম্পর্কের ভিত্তি আরো সুসংবদ্ধ এবং স্থায়ীহয়েছে, দু'দেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময় ধারাবাহিক ছিলো, নেপাল ও চীনের মৈত্রী নিরন্তরভাবে গভীর হয়ে যাচ্ছে।

চীনের রেন মিন বির বিনিময়- হার স্থিতিশীল থাকবে

চীনের কেন্দ্রীয় ব্যাংক -- চীনা গণ ব্যাংকের ৪ আগস্ট প্রকাশিত ত্রিমাসিক রিপোর্টে বলা হয়েছে ,চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনে স্থিতিশীল মুদ্রা নীতি অনুসরণের সঙ্গে সঙ্গে মুদ্রা বিনিময়-ব্যবস্থা আরো নিঁখুত করা হবে ।

এই রিপোর্টে আরো বলা হয়েছে , চলতি বছরের প্রথমার্ধে চীনা ব্যাংকের ঋণের বৃদ্ধি যুক্তিসংগত ।

চীনের অর্থ-সংস্থার সংস্কার সম্পর্কে এই রিপোর্টে বলা হয়েছে ,অর্থসংস্থার সংস্কারের গতি দ্রুততর করার সঙ্গেসঙ্গে আর্থিক বাজার সম্প্রসারণের ব্যবস্থা নেওয়া হবে । ভারসাম্য বজায় রাখার ভিত্তিতে মুদ্রার বিনিময়-হার মোটামুটি স্থিতিশীল থাকবে ।

ইউনেস্কোতে আন্তর্জাতিক "কনভিউসিয়াস পুরসস্কার"

চীনের সেনডং প্রদেশের সংশ্লিষ্ট মহলের সূত্র জানা গেছে, শিক্ষা, সংস্কৃতি, দর্শন প্রভৃতি ক্ষেত্রেঅবদান রাখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী এবং বিশষজ্ঞদের উত্সাহ দেওয়ার জন্য সম্প্রতি ইউনেস্কো আন্তর্জাতিক " কনভিউসিয়াস পুরস্কার" স্থাপন সর্ম্পকে সেনডং প্রদেশের উস্থাপিত আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে।

একটি খবরে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এটা হবে চীনা লোকের নামে নামকরন পুরস্কার। প্রতি বছর একবার করে এই পুরস্কার বিতরণ করা হয়। ফ্রান্সেরপ্যারিসে এই পুরস্কারের যাচাই আর বিতরণ করা হবে।

ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক বিষয়ে পরস্পরের আস্থা প্রতিষ্ঠার বৈঠক শুরু

ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক ব্যাপারে পরস্পরের আস্থা প্রতিষ্ঠা সম্পর্কে নতুন দফা বৈঠক ৫ আগষ্ট নয়াদিল্লীতে শুরু হয়েছে।

ভারতের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী বৈঠকে দু'পক্ষ পারমাণবিক সংঘর্ষের সম্ভাব্য বিপদ্ কমানো, ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপন করার আগে সংশ্লিষ্ট তথ্য আদানপ্রদান করা, পররাষ্ট্রসচিব পর্যায়ে হোট লাইন টেলিফোনের মাধ্যমে যোগাযোগ প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় নিয়ে ব্যাপকভাবে মত বিনিময় করেছে।

ভারত ও পাকিস্তান পারমাণবিক বিষয়ে পারস্পরের আস্থা প্রতিষ্ঠার ব্যবস্থা নিয়ে চুক্তিতে পৌঁছেছে

ভারত ও পাকিস্তানের কর্মকর্তা ৬ আগষ্ট রাতে নয়াদিল্লীতে পারমাণবিক বিষয়ে পারস্পরের আস্থা স্থাপন ক্ষেত্রে একমত হয়েছেন। স্বাক্ষরিত চুক্তি অনুসারে ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর আগে পারস্পরকে অবহিত করা হবে এবং আগামী মাস থেকে দু'পক্ষের উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কর্মকর্তার মধ্যে পারমাণবিক নিরাপত্তা বিষয়ে হোট লাইন প্রতিষ্ঠা হবে।

ভারত পক্ষের প্রতিনিধি, ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সহকারী মহা-সচিব সংকর বৈঠকের পর বলেছেন, এই চুক্তি অনুমতির জন্য দু'দেশের পররাষ্ট্রসচিবকে দেয়া হবে। বিশ্লেষকদের মতে, এই চুক্তির স্বাক্ষর ২০০৩ সালে শুরু হওয়া ভারত- পাকিস্তান শান্তি প্রক্রিয়া আরো সামনে এগিয়ে নিয়ে যাবে।

সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সমন্বয় ও সহযোগিতা জোরদারের জন্যে মুশারাফের আহবান

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারাফ ৪ আগষ্ট বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সমন্বয় ও সহযোগিতা জোরদার করার আহবান জানিয়েছেন ।

তিনি জোর দিয়ে বলেছেন , সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সমাজের মিলিত প্রচেষ্টা দরকার । বিভিন্ন দেশের উচিত পরস্পরকে উত্সাহ দেয়া , সমন্বয় ও সহযোগিতা জোরদার করা এবং পরস্পরকে তিরস্কার না করা । সঙ্গে সঙ্গে তিনি বলেছেন , পাকিস্তান সন্ত্রাস দমনে অক্লান্ত প্রয়াস চালিয়েছে । পাকিস্তান শেষ পর্যন্ত সন্ত্রাস দমন সংগ্রাম চালিয়ে যাবে ।

চার রাষ্ট্র গোষ্ঠী অব্যাহতভাবে জাতি সংঘ সাধারণ পরিষদে খসড়া প্রস্তাবের উপর ভোট চাইবে

জাতি সংঘস্থ জার্মানীর স্থায়ী প্রতিনিধি গান্তার প্লুগার ৪ আগষ্ট জাতি সংঘের সদর দফতরে বলেছেন, জাপান, জার্মানী, ব্রাজিল ও ভারত নিয়ে গঠিত চার রাষ্ট্র গোষ্ঠী অব্যাহতভাবে আফ্রিকান ইউনিয়নের সঙ্গে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ সমস্যা নিয়ে আলোচনা করবে এবং আগামী সেপ্টেম্বরে জাতি সংঘের শীর্ষ সম্মেলন আয়োজনের আগে জাতি সংঘের সম্মেলনে স্থায়ী সদস্য দেশ বাড়ানো সম্পর্কে খসড়া প্রস্তাবের ওপর ভোট অন্বেষণ করবে।

এর সঙ্গে সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, চার রাষ্ট্র গোষ্ঠী স্থায়ী সদস্য দেশ বাড়ানোর বিরোধী জোট "ঐক্যবদ্ধভাবে মতৈক্য বাস্তবায়ন করুন" আন্দোলনের সঙ্গে আলোচনা করবে না।

টোকিওয় ইতিহাসের নতুন পাঠ্যবই ব্যবহারের প্রতিবাদ

৪ আগস্ট সকাল টোকিও'র সুগিনামি ডিষ্ট্রিক্ট সরকারের অফিস-ভবনের সামনে প্রায় তিন শো জাপানী নাগরিক ইতিহাস বিকৃত কারী আর আগ্রাসী যুদ্ধকে শোভনীয় করে দেখানো - নতুন পাঠ্যবই ব্যবহারের প্রতিবাদ জানিয়েছেন । তাঁরা পথিকদের মধ্যে ইতিহাসের নতুন পাঠ্যবই ব্যবহার বিরোধী প্রচারপত্রও বিলি করেছেন । স্থানীয় পুলিশ তাঁদের একজনকে গ্রেফতার করেছে।

উল্লেখ করা যেতে পারে যে , ৪ আগস্ট বিকেল সুগিনামি ডিষ্ট্রিক্টের শিক্ষা কমিটির আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ডিষ্ট্রিক্টে আগামী বসন্তকাল থেকে ইতিহাসের নতুন পাঠ্যবই ব্যবহারের সিদ্ধান্ত ঘোষণা করার কথা।

সৌদি রাজা মারা গেছেন। আবদুল্লাহ নতুন রাজা

সৌদি আরব সরকার ১ আগস্ট জাতীয় টেলিভিশনে একটি বিবৃতিতে বলেছে, সৌদি রাজা ফাহাদ বিন আব্দেল আজিজ সে দিন ভোরে রোগাক্রান্ত হয়ে মৃত্যু-বরণ করেছেন। সৌদি আরবের যুবরাজ, উপ-প্রধানমন্ত্রী ও জাতীয় বাহিনীর অধিনায়ক আব্দুল্লাহ বিন আবদেল আজিজ রাজার স্থলাভিষিক্ত হয়েছেন।

এই বিবৃতিতে বলা হয়েছে যে, ২ আগস্ট বিকেলে রিয়াদে প্রয়াত রাজা ফাহদের জানাযা ও দাফন অনুষ্ঠিত হবে। সৌদি রাজ পরিবারের সদস্যরা আব্দুল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।

এই বিবৃতিতে একই সঙ্গে বলা হয়েছে যে, দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ও মহাকাশ বিষয়ক মন্ত্রী সুলতান বিন আব্দেল আজিজ সৌদি যুবরাজ নির্ধারিত হয়েছেন।

ইরানের নতুন প্রেসিডেণ্টের দায়িত্ব গ্রহন

৩ আগস্ট আহমাদিনেজাদ আনুষ্ঠানিকভাবে খাতামির পর ইরানের নবম প্রেসিডেণ্ট হয়েছেন।

আমাদিনেজাদ একই দিন তেহরানে জোর দিয়ে বলেছেন, ৪টি নীতি অনুযায়ী তিনি সরকার পরিচালনা করবেন। এ চারটি নীতি হলো ইরানে বৈধ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, মানুষকে পরিসেবা দেওয়া, দেশের উন্নয়ন সাধন করা এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা ও দারিদ্র্য বিমোচন করা।

ইরানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেণ্ট হতে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই'র অনুমোদন প্রয়োজন। ৩ আগস্ট ইরানের বিদায়ী প্রেসিডেণ্ট খাতামি খামেনেই'র অনুমোদন বানী পাঠ করেছেন। একই দিন খাসেনেই বলেছেন, ইরান শান্তি চায় এবং কোনো দেশের সঙ্গে যুদ্ধ করতে চায় না। বিশেষ করে মুসলিম দেশ ও প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়।

ডিসকাভরি " খেয়াযান আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের সঙ্গে বিছিন্ন

পূর্বনির্ধারিত বিভিন্ন কাজর্কম সম্পন্ন হওয়ার পর যুক্তরাষ্ট্রের " ডিসকাভার" খেয়াযান প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের সময় ৬ তারিখ ভোরবেলায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের সঙ্গে বিছিন্ন হয়ে পৃথিবীতে ফিরে আসবে। গোটা বিছিন্নতার প্রক্রিয়া দু'ঘটারেরও বেশী সময় স্থায়ী ছিল। যুক্তরাষ্ট্রের মহাশূন্য ব্যুরোর সময়সূচী অনুযায়ী ৮ তারিখ ভোরবেলায় " ডিসকাভার" খেয়াযান ফ্রোরিডার অঙ্গরাজ্যের কেনেডি মহাকাশ কেন্দ্রে ফিরে আসবে।

উল্লেখ্য, ২৬ জুলাই এই খেয়াযান কেনিডি মহাকাশ কেন্দ্র থেকে উতক্ষেপন করা হয়েছে।