চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস-চেয়ারম্যান চিয়াং জেং হুয়া সম্প্রতি বলেছেন, বিংশ শতাব্দীর ৭০ দশকে চীনে "পরিবার পরিকল্পনা" প্রবর্তন না করলে, এখন চীনের লোকসংখ্যা ১.৬ বিলিয়ন হতো।
উত্তর-পশ্চিম চীনের সি নিং শহরে আয়োজিত একটি লোকসংখ্যা ফোরামে চিয়াং জেং হুয়া বলেছেন, "পরিবার পরিকল্পনা" প্রবর্তন করার পর, চীনের লোকসংখ্যার গুণমানেরও অনেক উন্নতি হয়েছে। চীনের মোট লোক সংখ্যার মধ্যে ছাত্রছাত্রীদের অনুপাত ও বিশেষ দক্ষতা-সম্পন্ন মানুষের অনুপাত বড়েছে এবং শ্রমিকদের গুনমান অব্যাহতভাবে উন্নত হয়েছে। শিশুদের মৃত্যু হারও বিশ্বের নিম্ন পর্যায়ে রয়েছে।
তিনি আরো বলেছেন, পশ্চিমা দেশগুলো শত বছর প্রয়াস চালানোর পরই কেবল উচ্চ জন্ম হার থেকে নিম্ন জন্ম হারের সময়পর্বে প্রবেশ করেছে। চীনের জন্ম হার যে এত কম সময়ের মধ্যেই পরিবর্তন হয়েছে, তা একটি মহা সাফল্য।
|