|
|
(GMT+08:00)
2005-08-07 20:45:44
|
চীনের জনসংখ্যা আর পরিবার পরিকল্পনায় লক্ষনীয় সাফল্যের অজর্ন
cri
চীনের জনসংখ্যা বিশেষজ্ঞ, চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান চিয়াং জেন হুওয়া ৬ আগষ্ট চীনের ছিনহাই প্রদেশের সিনিন শহরে বলেছেন, গত শতাব্দীর সত্তরের দশকে চীনে পরিকল্পনাপরিকল্পনা নীতি কার্যকরী করার পর থেকে চীনের জনসংখ্যা আর পরিবার পরিকল্পনা কাজে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। সিনিনে আয়োজিত জনসংখ্যা আর উন্নয়ন সংক্রান্ত একটি ফোরামে চিয়াং জেন হুওয়া এ কথা বলেছেন। এই নীতি কার্যকরী করার পর চীনে ৩০ কোটি লোক কম কম্ম হয়েছে। লোকের সংখ্যা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর সঙ্গে সঙ্গে লোকসংখ্যার গুণমানও বিপুল মাত্রায় উন্নত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রা-ছাত্রী এবং বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের অনুপাত এবং শ্রম শক্তির সার্বিক গুণমান ক্রমাগত উন্নত হয়েছে।
|
|
|