৬ আগষ্ট চীনের জাতীয় খাদ্য দ্রব্য ও ওষুধ তত্ত্বাবধান ব্যুরোর সুত্রে প্রকাশ , এক নতুন ধরনের সার্স রোগের টিকা তত্ত্বাবধান ব্যুরোর অনুমোদন পেয়ে পরীক্ষামূলকভাবে ব্যবহারের গবেষনা শুরু হবে । এটা পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন পাওয়া চীনের তৃতীয় সার্স রোগের টিকা ।
জানা গেছে , এর আগে এই টিকা গবেষনার কাজ সম্পন্ন হয়ে জীবজন্তুর গায়ে ব্যবহার করে ভালো ফল পাওয়া গেছে । এই টিকা পরীক্ষামূলকভাবে ব্যবহার পর্যায়ের প্রধান কাজ হলো মানুষের গায়ে এই টিকা দেয়া বিপদমুক্ত করার নিশ্চয়তা দেয়া ।
|