৬ আগষ্ট চীনের বানিজ্য মন্ত্রনালয় সূত্রে প্রকাশ , মিত্যব্যয় সমাজ প্রতিষ্ঠা এবং হোটেলের শক্তিক্ষয় কমানোর জন্য চীন ২০১০ সালে দশ হাজারটি ' সবুজ ' হোটেল প্রতিষ্ঠা করবে ।
জানা গেছে , হোটেলগুলোর শক্তিক্ষয় কমানো সবুজ হোটেল প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য এবং আন্তর্জাতিক হোটেল শিল্প উন্নয়নের দিকস্থিতি । চীনে মোট তিন লক্ষটি হোটেল আছে । হোটেলগুলোর শক্তি খরচ হোটেলের ব্যয়ের প্রায়দশ শতাংশ , হোটেলেপানি , বিদ্যুত , গ্যাস ও অন্যান্য ক্ষেত্রে মিত্যব্যয়ের অবকাশ আছে ।
মিত্যব্যয় স্টাইলের সবুজ হোটেল প্রতিষ্ঠার গতি তরান্বিত করার জন্য চীনের হোটেল সমিতি প্রথমবার জাতীয় পর্যায়ের সবুজ হোটেল প্রতিষ্ঠার একটি মানদন্ড প্রনয়ন করবে এবং হোটেলগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা নেবে ।
|