কোরীয় উপ-দ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চতুর্থদফা ছ'পক্ষীয় বৈঠকের চেয়ারম্যান, চীনের প্রতিনিধি দলের নেতা উ ডা উয়ে ৭ আগষ্ট পেইচিংএ একটি চেয়ারম্যান বিবৃতি প্রকাশ করেছেন। তিনি চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠক আপাতত বিরত থাকার কথা ঘোষণা করেছেন। চলতি মাসের ২৯ তারিখ পরের এক সপ্তাহের মধ্যে পরর্বতী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের তারিখ পরে নিধার্রন করা হবে।
৭ আগষ্ট সকালে ছ'পক্ষীয় বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকের পর উ ডা উয়ে চেয়ারম্যান বিবৃবি পাঠ করেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, গত ১৩ দিনে উপ-দ্বীপকে পারমাণবিক অস্ত্রবিহীন অঞ্চলে রুপান্তরের লক্ষ্য বাস্তবায়নের জন্য ছ'পক্ষ ইতিবাচক প্রচেষ্টা চালিয়েছে । ছ'পক্ষের মধ্যে যে মতৈক্য হয়েছে তা আগের তিন দফার বৈঠকে অর্জিত হয়নি।উ ডা ভিয়ে জোর দিয়ে বলেছেন, বৈঠক বিরত থাকাকালে বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে। তা ছাড়া , এবারকার বৈঠকে সাফল্য অর্জনের জন্য চীন যে প্রচেষ্টা চালিয়েছে দক্ষিণ কোরিয়া আর জাপানের প্রতিনিধি দল তার ভূয়সী মন্যায়ন করেছে।
|