চীনের চমড়া শিল্প সমিতি সূত্র জানা গেছে, গত বছরের জুন মাসের শেষ দিকে ইউরোপীয় ইউনিয়ান পর পর চীনের রফতানি-করা শ্রম-সংরক্ষণ জুতা আর চামড়া জুতার উপর আন্টি-ডাংভিনের তদন্ত চালানোর পর থেকে চীনের সত্তরাধিক জুতা-তৈরী শিল্প প্রতিষ্ঠান এই ঘটার মমলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে।
চীনের চামড়া শিল্প সমিতির উপ মহা সচিব লি ইয়ে জন সম্প্রতি পেইচিংএ একটি সাক্ষাতকারে বলেছেন, চীনের জুতা শিল্পের উপর ইউরোপীয় ইউনিয়ানের আন্টি-ডাংভিনের তদন্ত চীনের হাজারাধিক শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। ইউরোপীয় ইউনিয়ানের বাজারের অংশ চীনের রফতানির মোট পরিমাণের ২০ শতাংশ পণ্য আছে বলে ইউরোপীয় ইউনিয়ানের আন্টি-ডাংভিনের তদন্ত চীনের জুতা শিল্পের রফতানির উপর বিরাট প্রভাব ফেলেছে।
|