পূর্বনির্ধারিত বিভিন্ন কাজর্কম সম্পন্ন হওয়ার পর যুক্তরাষ্ট্রের " ডিসকাভার" খেয়াযান প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের সময় ৬ তারিখ ভোরবেলায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের সঙ্গে বিছিন্ন হয়ে পৃথিবীতে ফিরে আসবে। গোটা বিছিন্নতার প্রক্রিয়া দু'ঘটারেরও বেশী সময় স্থায়ী ছিল। যুক্তরাষ্ট্রের মহাশূন্য ব্যুরোর সময়সূচী অনুযায়ী ৮ তারিখ ভোরবেলায় " ডিসকাভার" খেয়াযান ফ্রোরিডার অঙ্গরাজ্যের কেনেডি মহাকাশ কেন্দ্রে ফিরে আসবে। উল্লেখ্য, ২৬ জুলাই এই খেয়াযান কেনিডি মহাকাশ কেন্দ্র থেকে উতক্ষেপন করা হয়েছে।
|