চীনের সেনডং প্রদেশের সংশ্লিষ্ট মহলের সূত্র জানা গেছে, শিক্ষা, সংস্কৃতি, দর্শন প্রভৃতি ক্ষেত্রেঅবদান রাখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী এবং বিশষজ্ঞদের উত্সাহ দেওয়ার জন্য সম্প্রতি ইউনেস্কো আন্তর্জাতিক " কনভিউসিয়াস পুরস্কার" স্থাপন সর্ম্পকে সেনডং প্রদেশের উস্থাপিত আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে।
একটি খবরে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এটা হবে চীনা লোকের নামে নামকরন পুরস্কার। প্রতি বছর একবার করে এই পুরস্কার বিতরণ করা হয়। ফ্রান্সেরপ্যারিসে এই পুরস্কারের যাচাই আর বিতরণ করা হবে।
কনভিউসিয়াস হলেন চীনের লু তত্ত্বের প্রতিষ্ঠাতা এবং মহান চিন্তাবিদ আর শিক্ষাবিদ। তাঁর চিন্তাধারা চীনের দু হাজারেরও বেশী বছরের সংস্কৃতির উপর প্রভাব ফেলেছে।
|