|
|
(GMT+08:00)
2005-08-06 21:00:30
|
নিরাপত্তার কারনে ইসরাইলের যাত্রীন জাহাজের চলাচল পথ বদলে গেছে
cri
ইসরাইলের পরিবহণ মন্ত্রণালয়ের একজন মুখপাত্রী ৫ আগষ্ট স্বীকার করেছেন, নিরাপত্তার কারণে ইসরাইলের পরিবহণ মন্ত্রী শীট্রিট তুরস্কগামী চাঁরটি যাত্রী জাহাজকে তাদের চলাচল পথ পরিবর্তন করে অন্য একটি বন্দরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইসরাইলের জাতীয় পতাকা ঝুলানো এ চারটি যাত্রী জাহাজে মোট ৩৫০০ জন যাত্রী আছে। এ চারটি জাহাজ ইসরাইলের হাইফা বন্দর থেকে তুরস্কের আলানয়া বন্দরের দিকে যাচ্ছিল এবং ৫ আগষ্ট এ বন্দরে পৌঁছানোর কথা ছিল। ইসরাইল আর তুরস্কের নিরাপত্তা মহলের হুঁশিয়ারিতে ইসরাইলের পরিবহণ মন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। একটি খবরে বলা হয়েছে, এ চারটি যাত্রী জাহাজ সাইপ্রুসের দিকে যাচ্ছে।
|
|
|