৬ আগস্ট জাপানের হিরোসিমায় আণবিক বোমা আঘাতের সাকার হওয়ার ৬০ বার্ষিকী এই উপলক্ষে, হিরোসিমা শহরে এক শান্তিময় স্মৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আণবিক বোমার আঘাতে দৈবক্রমে প্রানে বেঁচে হওয়া ব্যক্তিরা, নিহতদের পরিবার পরিজন ও হিরোসিমার বিভিন্ন মহলের জনসাধারণসহ মোট ৫০হাজারেরও বেশি লোক এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
জাপানের প্রধানমন্ত্রী জুনিছিরো কোইজুমি অনুষ্ঠানে বলেছেন, জাপান আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ আন্দোলনে অংশ নেবে। জাপানের প্রতিনিধি পরিষদের স্পীকার কোনো ইয়োহে বলেছেন, আণবিক বোমার আঘাতের শিকার হওয়ার আগে জাপানএশীয় দেশের জনগণের বিরুদ্ধে গুরুতর অপরাধ করেছিল, আজ জাপানকে এই কথা বিবেচনা করতে হবে।
একই দিন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও
ভিয়েনায় জাপান আণবিক বোমার আঘাতের শিকার হওয়ার ৬০ বার্ষিকী উপলক্ষে কর্মসুচী নিয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক বারাদেই তাঁর ভাষণে, "মানবজাতি ও পৃথীবির অস্তিত্ব" নিশ্চিত করার জন্যে আন্তর্জাতিক সমাজকে সার্বিকভাবে পারমাণবিক অস্ত্র ধ্বংস করার আহ্বান জানিয়েছেন।
|