ইরানের জাতীয় টেলিভিশন কেন্দ্রের ৫ আগষ্টের খবরে প্রকাশ , একই দিন সকালে ইউরোপীয় ইউনিয়ন ইরানের কাছে ইরানের পারমানবিক সমস্যা সমাধানের গুচ্ছ পরিকল্পনা দাখিল করেছে ।
খবরে প্রকাশ , ইরানস্থ বৃটেন,ফ্রান্স ও জার্মানী রাষ্ট্রদূতরা ইরানের কাছে পরিকল্পনাটি দাখিল করেছে ।
এ সপ্তাহের প্রথম দিকে ইউরোপীয় ইউনিয়ন নির্দিষ্ট সময়ে গুচ্ছপরিকল্পনা দাখিল না করার অজুহাতে ইরান আংশিকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের তত্পরতা আবার শুরু করার হুমকি দিয়েছে । পরে আন্তর্জাতিক আনবিক শক্তিসংস্থার অনুরোধে ইরান তত্পরতাটি আগামী সপ্তাহ পর্যন্তস্থগিত করেছে ।
আগের পরিকল্পনা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন ৭ আগষ্ট ইরানের কাছে গুচ্ছপরিকল্পনা দাখিল করার কথা ।কিন্তু ৫ তারিখ সকালের খবরে জানা গেছে , ইউরোপীয় ইউনিয়ন নির্দিষ্ট সময়ের আগেই ইরানের কাছে পরিকল্পনা দাখিল করেছে ।
|