৫ আগষ্ট চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকে অব্যাহতভাবে চীনের দেয়া অভিন্ন দলিলের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে ।
অভিন্ন দলিলের বিষয়ে একমত হওয়ার লক্ষ্যে এই দিন সকালে উত্তর কোরিয়া- যুক্তরাষ্ট্র , দক্ষিন কোরিয়া-যুক্তরাষ্ট্র , দক্ষিন-উত্তর কোরিয়াপ্রভৃতি প্রতিনিধি দলগুলো দ্বিপাক্ষিক বৈঠক করেছে ।
মার্কিন দলের নেতা ক্রিস্টোফার হিল ৫ আগষ্ট সকালে বলেছেন , পারমানবিক উন্নয়ন পরিত্যাগ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে এখনো মতভেদ আছে । উত্তর কোরিয়াকে বেসামরিক পারমানবিক ব্যবস্থার অধিকারী হতে না দেয়ার অধিষ্ঠানে যুক্তরাষ্ট্রঅটল থাকে এবং পারমানবিক অস্ত্রমুক্ততকোরীয়উপদ্বীপ প্রতিষ্ঠা করতে চায় । তিনি বলেছেন , পারমানবিক পরিক্ষা অভিন্ন দলিলের এক গুরুত্বপূর্ণ বিষয় হবে । কিন্তু কিভাবে পারমানবিক পরীক্ষা চালানো হবে দলিলে তা উল্লেখ করা হবে না ।
জাপান আর দক্ষিন কোরিয়ার প্রতিনিধি দলের নেতারা এই দিনেও প্রকাশ করেছেন যে , তারা অভিন্ন দলিল প্রনয়ণ করার জন্যে চূড়ান্ত প্রয়াস চালাচ্ছেন ।
|