মৌরিতানিয়ার সামরিক অভূত্থানকারী নেতাদের নিয়ে গঠিত গণতন্ত্র ও ন্যায়সংগত সামরিক কমিশন ৪ আগষ্ট জাতীয় সংসদ ভেঙ্গে দেয়ার কথা ঘোষণা করেছে ।
কমিটিটির চেয়ারম্যান ইলি আওল্ড ভাল মৌরিতানিয়া সরকারের কর্মকর্তাদের উদ্দেশ্যেতাদের কর্মস্থানে অটল থেকে অব্যাহতভাবে কিছু সময় ধরে কাজ করার আবেদন জানিয়েছেন । যাতে তার নেতৃত্বাধীন সামরিক কমিশন সুষ্ঠুভাবে রাজনৈতিক ক্ষমতার উত্তরণ করতে পারে ।
এই দিন মৌরিতানিয়ার রাজধানী নোয়াকছোটস্থ আরব দেশগুলোর কুটনীতিবিদরা এবং যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা পরপর মৌরিতানিয়ার প্রেসিডেন্ট ভবনে গিয়ে সামরিক কমিটিটির সঙ্গে যোগাযোগ করেন ।
আফ্রিকানইউনিয়ন ৪ আগষ্ট এক বিবৃতিতে সামরিক আভূত্থানটির নিন্দা করেছে এবং মৌরিতানিয়ায় সাংবিধানিক ব্যবস্থা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত মৌরিতানিয়ারআফ্রিকা ইউনিয়ন সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ।
|