জাতি সংঘস্থ জার্মানীর স্থায়ী প্রতিনিধি গান্তার প্লুগার ৪ আগষ্ট জাতি সংঘের সদর দফতরে বলেছেন, জাপান, জার্মানী, ব্রাজিল ও ভারত নিয়ে গঠিত চার রাষ্ট্র গোষ্ঠী অব্যাহতভাবে আফ্রিকান ইউনিয়নের সঙ্গে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ সমস্যা নিয়ে আলোচনা করবে এবং আগামী সেপ্টেম্বরে জাতি সংঘের শীর্ষ সম্মেলন আয়োজনের আগে জাতি সংঘের সম্মেলনে স্থায়ী সদস্য দেশ বাড়ানো সম্পর্কে খসড়া প্রস্তাবের ওপর ভোট অন্বেষণ করবে।
এর সঙ্গে সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, চার রাষ্ট্র গোষ্ঠী স্থায়ী সদস্য দেশ বাড়ানোর বিরোধী জোট "ঐক্যবদ্ধভাবে মতৈক্য বাস্তবায়ন করুন" আন্দোলনের সঙ্গে আলোচনা করবে না।
|