৪ আগস্ট আল-জাঝিরা টিভি কেন্দ্র থেকে প্রচারিত ভিডিও টেইপে আল- কায়দার দু' নম্বর সর্দার আল-জাওয়াহিরি হুমকি দিয়েছেন যে , আল- কায়দা ব্রিটেনের উপর নতুন আক্রমণ চালাবে ।
তিনি বলেছেন , টনি ব্লেয়ারের ইরাক-নীতি বৃটিশদের জন্য শুধু ৭ জুলাইয়ের মত আরো বেশী প্রলয়ঙ্কর হামলা ডেকে আনবে ।
তিনি ইরাকে সৈন্য প্রেরণকারী অন্যান্য পাশ্চাত্য দেশের প্রতি হুঁশিয়ারী জানিয়ে বলেছেন , ইরাক থেকে সৈন্য সরিয়ে না নিলে এই সব দেশও আক্রমণের শিকার হবে ।
উল্লেখ করা যেতে পারে যে ৭ জুলাই লণ্ডন হামলায় ৫৬ জন নিহত হয়েছে । আল-কায়দা লণ্ডন হামলার দায়িত্ব স্বীকার করেছে ।
|