চীনের জাতীয় পর্যটন অধিদফতর সূত্রে জানা গিয়েছে , ব্রাজিল , মেক্সিকো , পেরু, আন্টিগুয়া এন্ড বার্বুডা , বার্বাডোস এবং লাউসও চীনের পর্যটকদের গন্তব্য-দেশে পরিণত হয়েছে । এই ছ'টি দেশের সঙ্গে স্বাক্ষরিত স্মারকলিপি অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে এই ছ'টি দেশে চীনা নাগরিকদের ভ্রমণের সার্ভিস চালু হবে । এই ছ'টি দেশ নিয়ে চীনা পর্যটকদের গন্তব্য-দেশের সংখ্যা দাঁড়ালো ৭৬ ।
উল্লেখ করা যেতে পারে যে ,১৯৯৭ সালে বিদেশে চীনা পর্যটকদের ভ্রমণের সার্ভিস শুরু হয় । গত কয়েক বছরে বিদেশে যাওয়া চীনা পর্যটকদের সংখ্যা বিপুলমাত্রায় বেড়েছে ।
২০২০ সালে পর্যটনের আন্তর্জাতিক বাজারে চীনের পর্যটকদের সংখ্যা চতুর্থ স্থান অধিকার করবে বলে আশা করা যায় ।
|