ই-ইউ'র একজন কূটনীতিক ৪ আগস্ট সংবাদ মাধ্যমকে বলেছেন, বৃটেন, ফ্রান্স ও জার্মানি ৫ আগস্ট ইরানের কাছে পারমাণবিক সমস্যা সমাধানের নতুন পরিকল্পনা উত্থাপনের প্রস্তুতি নিয়েছে, যাতে ইরান পারমাণবিক বোমা তৈরীর তত্পরতা বন্ধ করতে পারে।
এই কূটনীতিক বলেছেন, ই-ইউ'র এই তিনটি দেশ আশা করে যে, অর্থনীতি ও রাজনীতির ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ইরানকে পারমাণবিক তত্পরতা পুনরুদ্ধার না করা এবং যাবতীয় বেসামরিক ও সামরিক পারমাণবিক প্রযুক্তি ছেড়ে দিতে রাজী করানো যাবে। এই তিনটি দেশ আরও মনে করে যে, পারমাণবিক পরিকল্পনা সম্প্রসারণ ও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এ সমস্যা সমাধানের উপায় নয়। কিন্তু এই কূটনীতিক এ নতুন পরিকল্পনার বিস্তারিত তথ্য জানান নি।
উল্লেখ্য, ৭ আগস্ট ই-ইউ'র এই তিনটি দেশের এ নতুন পরিকল্পনা উত্থাপন করার কথা ছিলো।
|