৪ আগস্ট চীনের কেন্দ্রীয় ব্যাংক -- চীনা গণ ব্যাংক এই মত প্রকাশ করেছে যে, চীনের অর্থনৈতিক বিকাশের প্রবণতা থেকে বোঝা যায় যে , চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনের অর্থনীতির বিকাশ অপরিবর্তিত থাকবে । চীনের অর্থনৈতিক উন্নয়নের প্রচ্ছন্ন শক্তি অনবরত বেড়ে যাচ্ছে ।
চীনা গণ ব্যাংক প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে , চীনের অভ্যন্তরে পণ্য বিক্রির পরিস্থিতি সন্তোষজনক । বিভিন্ন ক্ষেত্রে পুঁজির চাহিদার বৃদ্ধি অব্যাহত রয়েছে ।
বৈদেশিক বাণিজ্য সম্পর্কে এই রিপোর্টে বলা হয়েছে , বিশ্ব অর্থনীতি যুক্তিসংগতভাবে বিকশিত হচ্ছে বলে চীনের অর্থনৈতিক উন্নয়নে বহিরাগত চালিকা শক্তি কমে যাওয়ার সম্ভাবনা নেই ।
তবে এই রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে , চীনের সমাজের গভীরে অন্তর্নিহিত দ্বন্দ্ব ও সমস্যা সমাধান সাপেক্ষ , সেই সব দ্বন্দ্ব ও সমস্যা চীনের অর্থনীতির সুসংগত বিকাশ বিঘ্নিত করতে পারে
|