চীনের কেন্দ্রীয় ব্যাংক -- চীনা গণ ব্যাংকের ৪ আগস্ট প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে ,চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনের বীমা শিল্পের দ্রুত বিকাশ হয়েছে এবং বীমা সংস্থার আর্থিক কাঠামোর লক্ষণীয় পরিবর্তন ঘটেছে ।
এই রিপোর্টের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথমার্ধে চীনের বীমা শিল্পের মোট আয় ২৭০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গিয়েছে । বীমা কোম্পানিগুলোর ব্যবহার্য অর্থের পরিমান ক্রমগত বাড়ছে , ব্যাংকে বীমা কোম্পানিগুলোর আমানত বিপুলমাত্রায় কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিনিয়োজিত পুঁজির পরিমান বেড়েছে ।
এই রিপোর্টে আরো বলা হয়েছে , বীমা কোম্পানিগুলোর অর্থ ব্যবহারের পথ দিন দিন প্রশস্ত হচ্ছে । বীমা কোম্পানিগুলো বিদেশের স্টক বাজারে চীনা শিল্প প্রতিষ্ঠানের শেয়ার কেনার অধিকার পে
|