v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-05 16:29:48    
৬ আগস্ট

cri
** ১৯৫৭ সালের ৬ আগস্ট চীনের ক্রীড়াবিদ চেন চিং খাই মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব মৈত্রী গেমসে ১৩৯.৫ কেজি ভারোত্তোলন করে সবচেয়ে হাল্কা শ্রেণীর ক্লীন অ্যান্ড জার্ক ইভান্টে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন।

** ১৮৮১ সালের ৬ আগস্ট ব্রিটিশ রোগজীবাণুবিদ ফ্লেমিংয়ের জন্ম। তিনি পেনিসিলিন আবিষ্কার করার ফলে ১৯৪৫ সালে শারীরবৃত্ত এবং চিকিত্সা বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। ১৯৫৫ সালের ১১ মার্চ মৃত্যুবরণ করেন।

** ১৯২৬ সালের ৬ আগস্ট নিউইয়োর্কের শহরবাসী এফারি সাঁতার করে ইংলিশ প্রণালী অতিক্রম করা প্রথম নারী হয়েছেন। তিনি ১৪ ঘন্টা ৩১ মিনিটের নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। তাঁর রেকর্ড বিগত ৫১ বছরের সকল পুরুষের রেকর্ড ছাড়িয়েছে।

** ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র বিমান করে জাপানের হিরোশিমায় আণবিক বোমা নিক্ষেপ করেছে। ২০ হাজার টন টি এন টি এর সমান আণবিক বোমা হিরোশিমার প্রায় ৪ বর্গমাইলের জায়গা ধূলিসাত্ করে দিয়েছে, প্রায় ৮০ হাজার লোক মারা গেছে। তিন দিনের পর দ্বিতীয় আণবিক বোমা নাগাসাকির উপর নিক্ষেপ করা হয়েছে, এতে ৬০ হাজারাধিক লোক মারা গেছে।

** ১৯৪০ সালের ৬ আগস্ট ইতালি ব্রিটেনের অধীন সোমালিতে অনুপ্রবেশ করে । এতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের আফ্রিকান লড়াই শুরু হয়েছে।

** ১৯৬২ সালের ৬ আগস্ট লাটিন আমেরিকার পশ্চিম ইন্ডিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপ দেশ জামাইকা স্বাধীনতা অর্জন করে ব্রিটিশ কমনওয়েলথের সদস্যে পরিণত হয়।

** ১৯৮৪ সালের ৬ আগস্ট আট দিন ব্যাপী জাতি সংঘের আন্তর্জাতিক জনসংখ্যা সম্মেলন মেক্সিকো নগরে উদ্বোধন হয়েছে।

** ১৯৭৮ সালের ৬ আগস্ট রোমের পোপ ষষ্ঠ পোলের মৃত্যু

 ১৯৭৮ সালের ৬ আগস্ট রোমের পোপ ষষ্ঠ পোল হৃদরোগে মুত্যুবরণ করেন, মৃত্যুর সময় তাঁর সয়স ৮০ বছর। দীর্ঘ স্থায়ী ২৫ বছরের ক্ষমতাসীন জীবনে তিনি সক্রিয়ভাবে আন্তর্জাতিক বিষয়াদিতে অংশ গ্রহণ করেছেন, অদ্বিতীয় ভূমিকা পালন করেছেন। এক শতাধিক দেশের প্রতিনিধিরা তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন।

** ১৯৯৭ সালের ৬ আগস্ট "মাইক্রোসফট" আর "আপেল" সহযোগিতার পরিকল্পনা ঘোষণা

 ১৯৯৭ সালের ৬ আগস্ট মার্কিন আপেল কম্পিউটার কোম্পানির প্রতিষ্ঠাতা স্টোভ জোবস বোস্টোনে এই কোম্পানির বার্ষিক সম্মেলনে এক বড় আকারের কম্পিউটারের পর্দায় আবির্ভুত মাইক্রোসফট কোম্পানির প্রেসিডেন্ট বিল গেটসের সঙ্গে একত্রে ঘোষণা করেছেন, মাইক্রোসফট কোম্পানি ১৫ কোটি মার্কিন ডলার পূঁজিবিনিয়োগ করে আপেল কোম্পানির আংশিক শেয়ার কিনবে, এবং পরবর্তী পাঁচ বছরের মধ্যে আপেল কোম্পানির কাছে আপেলের কম্পিউটারের উপযুক্ত বাণিজ্যিক সফটওয়্যার সরবরাহ করবে, যাতে কঠিন অবস্থায় পড়া আপেল কোম্পানির সঙ্গে উপযুক্ত সফটওয়ার উন্নয়ন করা যায়। "মাইক্রোসফট" আর "আপেল" সংযুক্ত হওয়ার পর ওয়াল স্ট্রীটের পূঁজিবিনিয়োগকারীরা দ্রুতই "আপেলের " শেয়ার কেনার ফলে সেই দিনে আপেলের শেয়ারের দাম ৩০ শতাংশ বেড়েছে।