v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-05 16:23:55    
৫ আগস্ট

cri
** বুর্কিনাফাসোর স্বাধীনতা

 বুর্কিনাফাসো আফ্রিকার পশ্চিমাংশের এক অন্তর্দেশীয় দেশ। "বুর্কিনাফাসো" এর অর্থ "সরল গনমানুষের বাসভূমি"। আয়তন ২৭৪২০০ বর্গকিলোমিটার। জনসংখ্যা ১ কোটি ৩০ লক্ষ(২০০৩ সাল)। সরকারী ভাষা হচ্ছে ফরাসী। রাজধানী ওয়াগাদৌগৌ। কৃষী আর পশুপালন শিল্প হচ্ছে তার জাতীয় অর্থনীতির প্রধান বিভাগ। সারা দেশের ৯০ শতাংশ লোক গ্রামে বসবাস করেন। প্রধান ফসল আছে সরগ্যাম, মিলট, ভূট্টা, তুলা, চীনা বাদাম এবং আখ। ১৯০৪ সালে ফ্রান্সের উপনিবেশে পরিণত হয়। ১৯৬০ সালের ৫ আগস্ট স্বাধীনতা ঘোষিত হয়, নাম দেওয়া হয় আপার ওয়াল্টা প্রজাতন্ত্র। ১৯৮৪ সালের ৪ আগস্ট দেশের নাম বদলে গিয়ে বুর্কিনাফাসো হয়েছে। ১৯৯১ সালে এর চতুর্থ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালের ১৫ সেপ্টেম্বর চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালের ৪ ফেব্রুয়ারী তাইওয়ানের কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ফলে চীন দু'দেশের কূটনৈতিক সম্পর্ক বন্ধ করার কথা ঘোষণা করে।

** ১৮৯৫ সালের ৫ আগস্ট এনগেলসের মৃত্যু

 ১৮৯৫ সালের ৫ আগস্ট ফ্রিদরিখ এংগেলস গলার ক্যাস্যারে আক্রান্ত হয়ে ব্রিটেনের লন্ডনের বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স ৭৫ বছর ছিলেন। এংগেলস ১৮২০ সালের ২৮ নভেম্বর জার্মানীর বার্মান শহরে এক শিল্পপতির পরিবারে জন্মগ্রহণ করেছেন। ১৮৪৪ সালে তিনি কার্ল মার্কসের সঙ্গে মিলিত হয়ে মার্কসের সঙ্গী হয়েছেন। তাঁরা এক সাথে মানবজাতির মুক্তি ব্রতের জন্য আজীবন প্রচেষ্টা চালিয়ে মহত্ ও উজ্জ্বল জীবন কাটিয়েছেন।

** ১৯৬২ সালের ৫ আগস্ট মারিয়ান মোনরোর মৃত্যু

 বিংশ শতাব্দীর ৫০ দশকে সুন্দরী মারিয়ান মোনরো যুক্তরাষ্ট্রের প্রধান যৌন আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছেন। যদিও তিনি "পুরুষ স্বর্ণাভ কেশ ও বর্ণবিশিষ্ট মেয়ে বেশি পছন্দ" (১৯৫৩), "বাস স্টেশন" (১৯৫৬), "মিসফিটস" (১৯৬১) প্রভৃতি চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনয়ের মেধা দেখিয়েছেন, তবু "সুন্দর ও বোকা" এমন একটি ভাবমূর্তি পরিত্যাগ করতে না পারার জন্য ক্রমে ক্রমে আত্মসংযমহীন কষ্টের মধ্যে পড়ে গেছেন। ১৯৬২ সালের ৫ আগস্ট তিনি আত্ম-অবমাননার কারণে আত্মহত্যা করেছেন না রাজনৈতিক কারণে নিহত হয়েছেন , এখনো এক রহস্য।

** ফরাসী ঔপন্যাসিক মৌপাস্যান্টের জন্ম

 ১৮৫০ সালের ৫ আগস্ট গান দে মৌপাস্যান্ট ফ্রান্সের নোর্মান্দিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৮০ থেকে ১৮৯০ সাল পর্যন্ত মোট ৩০০টি ছোট গল্প লিখেছেন, এর জন্য সারা বিশ্বে নাম ছড়িয়েছে। তা ছাড়া, তিনি আরো ছয়টি উপন্যাস লিখেছেন, এর মধ্যে "সুন্দর বন্ধু" এবং "উষ্ণ ঝরনা" তাঁর অধিকাংশ ছোট গল্পের মতো সুনাম পেয়েছে।