v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-05 14:24:53    
লিন পোছুই

cri
    ১৯৪৫ সালের ২৮শে মার্চ মাও চে তুং, চু তে আর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, পার্টির উত্তরপশ্চিম ব্যুরো এবং সীমান্ত অঞ্চলের সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ইয়েন আন শহরের ইয়াং চিয়া লিংয়ের কেন্দ্রীয় মহাভবনে গিয়ে। সিন হাই বিপ্লবের পর সব সময় বিপ্লবের সম্মুখফ্রটে দাঁড়ানো একজন প্রবীণ সৈনিকের ৬০তম জম্মবার্ষিকী উপলক্ষে তাকে সর্বান্তঃকরণে অভিনন্দন জানিয়েছেন। তিনি ছিলেন ওখন শান সি, কান সু এবং নিং সিয়ার সীমান্ত অঞ্চলের সরকারের চেয়ারম্যান লিন পোছুই।

    ১৮৮৬ সালের ২০শে মার্চ লিন পোছুই হু নান প্রদেশের লিন লিয়ে জম্মগ্রহণ করেন। তরুণ বয়সে তিনি মিত্র পরিষদ ও চীনের বিপ্লবী পার্টিতে যোগ দেন চীন বিপ্লবের পথিকৃত্ সেন ইয়াত সিয়ানকে অনুসরণ করে বিপ্লবী তত্পরতায় যোগ দেন এবং বিপ্লবী অনুশীলনে ক্রমে ক্রমে মার্কসবাদ গ্রহণ করেন। ১৯২১সালের জানুয়ারী মাসে লি তা চাও ও ছেন তু সিওয়ের মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টির শাং হাইয়ের প্রাথমিক সংগঠনে যোগ দেন এবং চীনের কমিউনিস্ট পার্টির সবচেয়ে প্রবীণ সদস্য হন। ১৯২৭ সালে মহা বিপ্লব ব্যর্থ হওয়ার পর তিনি নান ছাং বিদ্রোহে অংশগ্রহণ করেন। ১৯৩৩ সালে তিনি চীনের কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রিত কেন্দ্রীয় বিপ্লবী ঘাঁটিতে যান এবং পর পর চীনের সোভিয়েত প্রজাতন্ত্রের অস্থায়ী কেন্দ্রীয় সরকারের জাতীয় অর্থনীতিমন্ত্রী ও অর্থমন্ত্রীর পদে নিযুক্ত হন। ১৯৩৪ সালের অক্টোবর মাসে তিনি লং মার্চে অংশ নেন। ১৯৩৭ সালের শীতকাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত শান সি, কান সু এবং নিং সিয়ার সীমান্ত অঞ্চলের সরকারের চেয়ারম্যান পদে নিযুক্ত হন এবং পালন করেন এই অঞ্চলের সুসংবদ্ধ করা ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৩৭ সাল থেকে তিনি বহুবার কুও মিনতাং পার্টি ও কমিউনিস্ট পার্টির মধ্যে আলোচনায় চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধির দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি জাতীয় সিনেটের সদস্য পদে নিযুক্ত হন এবং সক্রীয়ভাবে জাপানী আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য ফ্রন্টের কাজ চালিয়েছেন। নয়া চীন প্রতিষ্ঠিত হবার পর তিনি কেন্দ্রীয় গণ সরকারের মহাসচিব পদে নিযুক্ত হন। ১৯৫৪ সালে তিনি জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১৯৬০ সালের ২৯শে মে পেইচিংয়ে রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

    লিন পোছুই চীনের কমিউনিস্ট পার্টির একজন অত্যন্ত মর্যাদাপূর্ণ নেতা। তিনি তাঁর ডাইরিতে লিখেছেন যে, প্রথমত চীনের কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র ও শৃংখলা অনুসরণ করতে হবে। দ্বিতীয়ত অহংকার ও আত্মতৃপ্তি থেকে বিরত থাকতে হবে। তৃতীয়ত নিয়মানুগভাবে তত্ত্বাবধান করতে হবে। চতুর্থত মার্কসবাদ ও লেনিনবাদের শিক্ষা জোরদার করতে হবে। তাঁর আর্ধ শতাব্দীর বিপ্লবী জীবনধারায় তিনি সব সময় প্রগতির দিকে অগ্রসর হন। বিপদের সন্ধিক্ষণে তিনি বরাবরই ব্যাপক জনগণের পাশে দাঁড়িয়েছেন। তিনি সমগ্র পার্টি ও ব্যাপক জনগণের শ্রদ্ধা পেয়েছেন।