কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠক ৫ আগষ্ট চীন পক্ষের উত্থাপিত অভিন্ন খসড়া প্রস্তাব নিয়ে অব্যাহতভাবে পরামর্শ চলছে।
জানা গেছে, বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অব্যাহতভাবে বিভিন্ন পদ্ধতিতে পরামর্শ করছেন এবং অভিন্ন খসড়া প্রস্তাব নিয়ে মতৈক্যে পৌঁছানোর প্রয়াস করছেন।
৪ আগষ্ট সন্ধ্যায় চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের নেতাদের জরুরী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতা কিম কেয়ে গুয়ান অধিবেশন শেষে বলেছেন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতভেদ রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহার করা হলো সকল স্বাধীন দেশের ন্যায্য অধিকার। যুক্তরাষ্ট্র যে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের বিরোধীতা করে, তাতে উত্তর কোরিয়া অসন্তোষ বোধ করে।
মার্কিন প্রতিনিধি দলের নেতা হিল ৪ আগষ্ট সন্ধ্যায় বলেছেন, বিভিন্ন পক্ষ মতভেদ সংকীর্ণ করার জন্য সকল সম্ভাব্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
চীন পক্ষের প্রতিনিধি দলের মুখপাত্র ছিন কাং ৪ আগষ্ট সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে বলেছেন, বৈঠক প্রায় শেষ হচ্ছে। অভিন্ন দলিল্পত্রের ব্যাপারে মতৈক্য অর্জিত হবে কি না, তা ছ'পক্ষীয় বৈঠক সাফল্যমন্ডিত বা ব্যর্থ হওয়ার প্রতীক নয়।
|