ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ৪ আগষ্ট আলাদা আলাদাভাবে উত্তর আয়ারল্যান্ডের পরস্পর -বিরোধী দু'পক্ষের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। এটি আয়ারল্যান্ড প্রজাতন্ত্রী সেনাবাহিনী সশস্ত্র সংগ্রাম বর্জনের ঘোষণা করার পর তিনি প্রথমবারের মতো দু'পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
গণতান্ত্রিক ঐক্য পার্টির নেতা পাইস্লেই আর সিন ফেইন পার্টির নেতা আডামসের সঙ্গে সাক্ষাত্কালে ব্লেয়ার বলেছেন, পরস্পর-বিরোধী দু'পক্ষ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, যাতে উত্তর আয়ারল্যান্ডের শান্তি- প্রক্রিয়ায় ভালোর দিকে এগিয়ে যাতে পারে।
|