চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির উপ-মহাসচিব শেং হুয়া রেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর মার্ক ডেইটন ও তাঁর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করেছেন।
শেং হুয়া রেন বলেছেন, গত জুন মাসে ওয়াশিংটনে আয়োজিত চীনের জাতীয় গণ-কংগ্রেস ও মার্কিন সেনেটের আদানপ্রদান সংস্থার দ্বিতীয় বৈঠকে, দু'পক্ষের ঐক্যমত সম্প্রসারিত হয়েছে এবং বেশ কিছু সাফল্য অর্জিত হয়েছে। দু'পক্ষের সংলাপের উদ্দেশ্য আরো সুসংবদ্ধ হয়েছে এবং তা চীন-মার্কিন গঠনমূলক সহযোগিতার সম্পর্কের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করেছে। এ ক্ষেত্রে মার্ক ডেইটন যে প্রয়াস চালিয়েছেন, শেং হুয়া রেন তাঁর প্রশংসা করেছেন।
ডেইটন কলেছেন, দু'দেশের সংসদীয় আদানপ্রদান খুবই গুরুত্বপূর্ণ। তিনি চীনের নেতাদের নেতৃত্বে চীনা জনগণের অর্জিত সমৃদ্ধির জন্যে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন এবং দু'দেশের সংসদ ও জনগণের মধ্যে আদানপ্রদান ও মৈত্রী উন্নয়নের জন্য অব্যাহতভাবে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছেন।
|