মৌরিতানিয়ার অভূত্থানকারী সৈন্যরা ৪ আগস্ট জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের মহাপরিচালক কর্ণেল মাহামেদ ভাল'কে "গণতন্ত্র ও ন্যায্য সামরিক কমিশনের" চেয়ারম্যান নিযুক্ত করেছে।
অভূত্থানকারী সৈন্যরা ৩ আগস্ট ভোরবেলায় তায়া সরকারের পতন ঘোষণার পর বিকেলে "গণতান্ত্রিক ও ন্যায্য সামরিক কমিশন" প্রতিষ্ঠা করেছে। ৪ আগস্ট, এই কমিশনের সদস্যদের তালিকা প্রকাশিত হয়েছে। ভাল-সহ ১৭জন সামরিক কর্মকর্তা এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
৫৫ বছর বয়স্ক ভাল প্রেসিডেন্ট তায়ার অনুগামীদের অন্যতম। ১৯৮৭ সাল থেকে তিনি জাতীয় নিরাপত্তা অধিদপ্তারের মহাপরিচালক পদে বহাল রয়েছেন।
|