মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মাউইয়া সিদ আহমেদ তায়া প্রয়াত সৌদি রাজা ফাহদের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেয়ার সময়ে মাউরিতানিয়া প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর প্রধানের নেতৃত্বে ৩ আগস্ট ভোরবেলায় সামরিক অভূথ্থান ঘটেছে। তারা দেশের গুরুত্বপূর্ণ বিভাগ দখল করেছে এবং তায়া সরকারের পতন ঘোষণা করা হয়েছে।
জাতিসংঘের মহাসচিব কোফি আন্নান তাঁর মুখপাত্রের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে মৌরিতানিয়ায় সামরিক উপায়ে ক্ষমতা দখলের নিন্দা করেছেন। তিনি সংশ্লিষ্ট পক্ষের প্রতি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক মতভেদ মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন।
আফ্রিকান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্ফা কোনারে একই দিনে এক বিবৃতিতে সকল সামরিক উপায়ে ক্ষমতা দখলের আচরণ ও উদ্দেশ্যের তীব্র নিন্দা করেছেন। তিনি আবারও ঘোষণা করেছেন যে, আফ্রিকান ইউনিয়ন সহিংস উপায়ে ক্ষমতা দখলের যাবতীয় আচরণের দৃঢ় বিরোধী।
প্রেসিডেন্ট তায়া ৩ আগস্ট দুপুরে নাইজারের রাজধানী নিয়ামি পৌঁছেছেন। নাইজারের প্রেসিডেন্ট মামাদু তানজা তাঁকে স্বাগতম অভ্যর্থনা জানিয়েছেন। তায়া এখন নিয়ামেইর একটি ভবনে আশ্রয় পেয়েছেন।
|