চলতি বছরের প্রথমার্ধে চীনের গাড়ির আমদানি বিপুলমাত্রায় হ্রাস পেয়েছে এবং রপ্তানি দ্রুতবেগে বেড়েছে । যার ফলে চলতি বছরের প্রথমার্ধে গাড়ির কেনাবেচার ঘাটতি গতবছরের ৪০০ কোটি মার্কিন ডলার থেকে বিপুল হারে কমে এবছরের প্রথমার্ধে ৭০ কোটি মার্কিন ডলারেরও কম হয়েছে ।
চীনের বানিজ্যমন্ত্রনালয়ের নতুনতম পরিসংখ্যান থেকে জানা গেছে , এ বছরের প্রথমার্ধে চীনের আমদানিকৃত গাড়ীর মধ্যে বেশির ভাগ হল কার এবং আন্তঃদেশীয় গাড়ি । এথেকে বোঝা যায় যে , আমদানিকৃত গাড়ির মান অনেক উন্নত হয়েছে । চীনের রপ্তানিকৃত গাড়ির মধ্যে ভ্রমনে ব্যবহার্য মিনি বাসের পরিমান দ্রুতবেগে বেড়েছে ।
বানিজ্যমন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা মনে করেন যে , চীনের তৈরী গাড়ির রপ্তানি দ্রুত বেড়ে যাওয়ার সঙ্গেসঙ্গে গোটা বছরে গাড়ির আমদানি ও রপ্তানিতে ভারসাম্য এমন কি কিছু বাড়তি দেখা দেবে বলে অনুমান করা হয়েছে ।
|