নিখিল চীনের জাতীয় নারী ফেডারেশনের চেয়ারপারসন কু সিউলিয়েন ৪ আগষ্ট পেইচিংয়ে অনুষ্ঠিত নারী ফোরামে বলেছেন , সাম্প্রতিক বচরগুলোতে চীনের নারী বিষয়ক কাজ আইন , নীতি আর ব্যবস্থার দিক থেকে নিশ্চয়তাবিধান পেয়েছে । নারী ব্রতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হযেছে ।
কু সিউলিয়েন উল্লেখ করেছেন ,চীনের নারী ব্রতে যে সব সাফল্য অর্জিত হয়েছে সেগুলো হল, রাষ্ট্রীয় ও সামাজিক ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহনে অনবরত উন্নত হয়েছে , নারীদের নানা পর্যায়ের শিক্ষা গ্রহনের সুযোগ স্পষ্টভাবে বেড়েছে । নারীদের স্বাস্থ্য ও জীবনযাপনের গুণমান স্পষ্টভাবে উন্নত হয়েছে , নারীদের অধিকার ও স্বার্থ কার্যরভাবে রক্ষা পেয়েছে এবং উন্নয়ন ও পরিবেশ দিনদিন ভাল হয়েছে ।
তিনি বলেছেন , পরবর্তীকালে চীন অনবরতভাবে নারীদের প্রশিক্ষণ ব্যবস্থা , নারী ব্রতের উন্নয়ন সমর্থন-ব্যবস্থাউন্নত করার প্রচেষ্টা চালেবে এবং চীনের নারী ব্রতকে সামনে এগিয়ে নিয়ে যাবে ।
|