চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলেঅর্থবিনিয়োগ ও বানিজ্যমেলা ৪ আগষ্ট ইনছুয়ান শহরে শেষ হয়েছে ।
তিনদিন ব্যাপী বানিজ্যমেলায় মোট ৭০০রও বেশী ব্যবসায়ী অংশ নিয়েছেন । মেলা চলাকালে ৯৯টি প্রকল্পে চুক্তি স্বাক্ষর হয়েছে । এগুলো নিংসিয়া অঞ্চলের জন্যে ১৩ বিলিয়ন রেনমিনপির পূঁজি আমদানি করেছে ।
অতীতের বানিজ্যমেলার তুলনায় এবারের মেলায় বিশেষ করে নিংসিয়া আর তাইওয়ানের মধ্যেকার আর্থ-বানিজ্যিক সহযোগিতা ত্বরান্বিত করাকে প্রধান বিষয় হিসেবে গ্রহণকরা হয়েছে ,৩০০রও বেশীজন তাইওয়ানী ব্যবসায়ীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং মেলাটির উদ্বোধনী দিনে নিংসিয়া -তাইওয়ান আর্থ-বানিজ্যিক সহযোগিতা সম্পর্কে সেমিনার আয়োজন করা হয়েছে ।
|