১ আগস্ট থেকে চীনের মূল ভূভাগে তাইওয়ানের রফতানিকৃত ১৫ প্রকার ফলের কর মওকুফ করা হয়েছে । কুয়াংতংয়ের জুহাই শহরের কংপেই শুল্ক বিভাগ তাইওয়ানের রফতানিকৃত ফলের জন্য বিশেষ সবুজ চ্যানেল খুলেছে ।
জানা গিয়েছে যে , তাইওয়ানের ফল পরীক্ষার সময় যতদূর সম্ভব কমানের জন্য সবুজ চ্যানেল খোলা , আগে থেকে পরীক্ষার আবেদনপত্র গ্রহণ সহ কংপেই শুল্ক বিভাগ কতকগুলো বিশেষ পদক্ষেপ নিয়েছে ।
একটি পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথমার্ধে কংপেই শুল্ক বিভাগের মাধ্যমে তাইওয়ানের ১২০৯টন ফল কুয়াংতং প্রদেশে রফতানি করা হয়েছে । তাইওয়ানের ১৫ প্রকার ফলের কর মওকুফ করার পর মূল ভূভাগে তাইওয়ানের উত্পাদিত ফলের রফতানি আরো বাড়বে বলে আশা করা যায় ।
|