উজবেকিস্তানস্থ মার্কিন দূতাবাসের ৪ আগস্টের একটি দলিল পত্র থেকে জানা গেছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টম কেইসি বলেছেন, উজবেকিস্তান কানাবাদ সামরিক ঘাঁটি থেকে মার্কিন সৈন্যদের প্রত্যাহারের দাবি জানালেও দু'দেশের ধারাবাহিক সংলাপ বৈঠক ও সহযোগিতা অব্যাহত থাকবে।
কেইসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও উজবেকিস্তানের স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী মার্কিন বাহিনীর কানাবাদ বিমান বন্দর ব্যবহার নিষিদ্ধ করার অধিকার উজবেকিস্তানের আছে। তিনি একই সঙ্গে বলেছেন, গণতন্ত্রের প্রক্রিয়া, মানবাধিকার, অর্থনীতির সংস্কার ও সামরিক ক্ষেত্রের সহযোগিতা হলো মার্কিন- উজবেক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন পক্ষ কোনোভাবেই অমৈত্রীপূর্ণ উপায়ে মার্কিন-উজবেক সম্পর্ক পরিচালনা করবে না এবং উপরোক্ত ক্ষেত্রে উজবেকিস্তানের সঙ্গে অব্যাহতভাবে সংলাপ চালাতে ইচ্ছুক।
|