পেইচিংয়ে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠক ৪ আগষ্ট চীন পক্ষের উত্থাপিত অভিন্ন খসড়া প্রস্তাব নিয়ে অব্যাহতভাবে পরামর্শ চলছে।
একইদিন সকালে চীনের প্রতিনিধি দল আলাদা আলাদাভাবে অন্য পাঁচ পক্ষের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন পক্ষের কাছ থেকে এই অভিন্ন প্রস্তাবের চতুর্থ খসড়া সম্পর্কে মতামত সংগ্রহ করেছে। জানা গেছে, উত্তর কোরিয়া ছাড়া, অন্য চার পক্ষ এই খসড়া প্রস্তাব গ্রহণ করার কথা প্রকাশ করেছে।
৪ আগষ্ট মার্কিন প্রতিনিধি দলের নেতা হিল বলেছেন, বিভিন্ন পক্ষের চতুর্থ দফা বৈঠকে অভিন্ন খসড়া প্রস্তাবের নীতি স্পষ্ট করা দরকার। মার্কিন সরকার আশা করে, এই দফা বৈঠকে সকল পক্ষ মূল নীতির বিষয়ে মতৈক্যে পৌঁছতে পারবে। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের নেতা সুং মিন সুন বলেছেন, যদিও বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের মধ্যে মূল বিষয়ে মতভেদ রয়েছে। কিন্তু বিভিন্ন পক্ষ একটি অভিন্ন ফলাফল অর্জন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।
|