v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-04 11:55:38    
ওয়াং চিনমেই

cri
    ওয়াং চিনমেই ১৮৯৮ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন চীনের কমিউনিষ্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং চীনের কমিউনিষ্ট পার্টির শানতুং প্রাদেশিক সংগঠনের গোড়ার দিকের সংগঠক ও নেতা। ১৯১৯ সালে তিনি ৪ঠা মে দেশপ্রেমিক আন্দোলনে অংশ নিয়েছেন এবং শানতোং ছাত্র ফেডারেশনের একজন দায়িত্বশীল ব্যক্তি মনোনীত হয়েছেন। ১৯২০ সালের মার্চ মাসে পেইচিং বিশ্ববিদ্যালয়ের মার্কস মতবাদ গবেষণা সমিতি প্রতিষ্ঠার পর তিনি এই সমিতির পেইচিংয়ের বাইরের সদস্য হন। একই বছরের শীতকালে তিনি তেং এনমিং প্রমুখের সঙ্গে মিলে লিশিন সমিতি প্রতিষ্ঠা করেন এবং "লিশিন" পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন।

    ১৯২১ সালের বসন্তকালে ওয়াং চিনমেইয়ের উদ্যোগে চি নানের কমিউনিষ্ট পার্টি গোড়ার দিকের সংগঠন প্রতিষ্ঠা করেন। জুলাই মাসে, তিনি সাংহাইয়ে গিয়ে চীনের কমিউনিষ্ট পার্টির ১ম জাতীয় কংগ্রেসে অংশ নেন। তারপর চীনের কমিউনিষ্ট পার্টি শান তোং প্রদেশের সম্পাদক ও চীনের শ্রম যৌথ সম্পাদক মন্তলীর শান তোং বিভাগের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯২২ সালের জানুয়ারী মাসে তিনি মস্কোয় অনুষ্ঠিত দূর প্রাচ্যের বিভিন্ন দেশের কমিউনিষ্ট পার্টি ও জাতীয় বিপ্লবী সংস্থার ১ম প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। একই বছরের জুলাই মাসে তিনি সাংহাইয়ে চীনের কমিউনিষ্ট পার্টি ২য় জাতীয় কংগ্রেসে অংশ নেন। তারপর তিনি চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পান। তিনি "শ্রম আইন কর্মসূচী" প্রণয়নের কাজে অংশ নেন এবং যথাক্রমে শান হাইকুয়ান, ছিন হুয়াংতাও ইত্যাদি জায়গার ধর্মঘটী সংগ্রামে নেতৃত্ব দেন। তিনি খাইলুয়ানের ৫টি খনির সাধারণ ইউনিয়নের ধর্মঘট পরিচালনা দফতরের একজন সদস্য ছিলেন। ১৯২২ সালের নভেম্বর মাসে তাঁর নেতৃত্বে শান হাইকুয়ানে চীনের কমিউনিষ্ট পার্টির সংগঠন প্রতিষ্ঠিত হয়। ১৯২৩ সালের ফেব্রুয়ারী মাসে প্রতিক্রিয়াশীল কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করে। পরে শ্রমিকদের সাহায্যে তিনি মুক্তি পান। তারপর তিনি আবার শান তোংয়ে ফিরে এসে চীনের কমিউনিষ্ট পার্টির শান তোং প্রদেশের সার্বিক কাজে নেতৃত্ব দেন। ১৯২৪ সালের জানুয়ারী মাসে, তিনি কুয়াং চৌতে অনুষ্ঠিত চীনের কুও মিনতাং পার্টির ১ম জাতীয় কংগ্রেসে অংশ নেন। নভেম্বর মাসে, চীনের কমিউনিষ্ট পার্টি শান তোং স্থানীয় কার্য-নির্বাহী কমিটির সম্পাদক হন। ১৯২৫ সালের জানুয়ারী মাসে, তিনি চীনের কমিউনিষ্ট পার্টি চতুর্থ জাতীয় কংগ্রেসে অংশ নেন। ফেব্রুয়ারী মাসে তিনি অসুস্থ অবস্থায় ছিংতাওয়ের জাতীয় সম্মেলন উন্নয়ন সমিতি সংগঠিত করেন এবং চিও চি রেল শ্রমিকদের সাধারণ ধর্মঘটে নেতৃত্ব দেন। দীর্ঘকাল ধরে অতি পরিশ্রমের ফলে ১৯২৫ সালের ১৯ই আগস্ট ওয়াং চিনমেই গুরুতরভাবে অসুস্থ হয়ে ছিং তাওয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল শুধু ২৭ বছর।