সুদানের প্রেসিডেন্ট ওমার হাসান অল-বাশির ৩ আগস্ট আদেশ দিয়েছেন, সুদান সরকার আর সুদানের দক্ষিণাংশের সরকার-বিরোধী সশস্ত্র--সুদান গণ মুক্তি আন্দোলন এক যৌথ কমিটি প্রতিষ্ঠা করেছে, মিলিতভাবে সুদানের প্রথম ভাইস-প্রেসিডেন্ট , সাবেক সুদান গণ মুক্তি আন্দোলনের নেতা জোন গারাংয়ের বিমান দুর্ঘটনার কারণ তদন্ত করবে।
একই দিনে জাতীয় টেলিভিশন কেন্দ্রে বক্তৃতা দেয়ার সময় বাশির যত তাড়াতাড়ি সম্ভব রাজধানী খার্টোম প্রভৃতি অঞ্চলে গারাংয়ের নিহতের জন্য ঘটিত বিরাটাকার দাঙ্গাহাঙ্গামা শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
একই দিন জাতি সংঘের মহাসচিব কোফি আন্নানও বিবৃতি প্রকাশ করে সুদানের জনগণের উদ্দেশ্যে সংযম অবলম্বন করার আহ্বান জানিয়েছেন, এবং এই দেশের বিভিন্ন পক্ষের দেয়া অব্যাহতভাবে সার্বিক শান্তি চুক্তি অনুসরণ করার প্রতিশ্রুতির প্রতি স্বাগত জানিয়েছেন। তিনি আরো বলেছেন, জাতি সংঘ সুদান সরকারকে বিমান দুর্ঘটনার তদন্ত কাজে সাহায্য করবে।
|