তিন-দিন-ব্যাপী এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য অর্জন সম্পর্কিত মন্ত্রী পর্যায়ের সম্মেলন ৩ আগস্ট ইন্দোনেসিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে।
ইন্দোনেসিয়ার প্রেসিডেন্ট সুসিলো উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দানকালে তিনি বিভিন্ন দেশের প্রতি আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, দারিদ্র বিমোচন করা এবং সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪০টি দেশ এবারকার সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে ২০০০ সালের সহস্রাব্দী শীর্ষ সম্মেলনে নির্ধারিত সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের জন্য অভিন্ন রননীতি নিয়ে আলোচনা হচ্ছে।
|