২ আগস্ট তাইওয়ানের " লিয়ানহো" পত্রিকায় প্রকাশিত গুওমিন তাং পার্টির সাবেক চেয়ারম্যান লিয়ান্ চানের এক প্রবন্ধে মূল ভূভাগে তাঁর সফর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে ।
তাঁর প্রবন্ধে বলা হয়েছে , মূল ভূভাগ সফরশেষে তাঁর এইধারণা আরো বদ্ধমূল হয়েছে যে শান্তি ও পারস্পরিক উপকারই দুপারের একমাত্র পথ ।
তাঁর প্রবন্ধে আরো বলা হয়েছে , তিনি ও চীনা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা হু চিন থাও পাঁচটি বিষয়ে যে মতৈক্যে পৌঁছেছেন তা দু পারের ভবিষ্যত সম্পর্কের উন্নয়নের উপর অতুলনীয় সুদুরপ্রসারী প্রভাব বিস্তার করবে ।
লিয়ান্ চান তাঁর প্রবন্ধে সংকল্প প্রকাশ করে বলেছেন , শান্তির পথ হয়তো বন্ধুর হবে ।তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চীনা জাতির সমৃদ্ধির জন্য তাঁর শক্তি উত্সর্গ করবেন ।
|