৩ আগস্ট আহমাদিনেজাদ আনুষ্ঠানিকভাবে খাতামির পর ইরানের নবম প্রেসিডেণ্ট হয়েছেন।
আমাদিনেজাদ একই দিন তেহরানে জোর দিয়ে বলেছেন, ৪টি নীতি অনুযায়ী তিনি সরকার পরিচালনা করবেন। এ চারটি নীতি হলো ইরানে বৈধ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, মানুষকে পরিসেবা দেওয়া, দেশের উন্নয়ন সাধন করা এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা ও দারিদ্র্য বিমোচন করা।
ইরানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেণ্ট হতে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই'র অনুমোদন প্রয়োজন। ৩ আগস্ট ইরানের বিদায়ী প্রেসিডেণ্ট খাতামি খামেনেই'র অনুমোদন বানী পাঠ করেছেন। একই দিন খাসেনেই বলেছেন, ইরান শান্তি চায় এবং কোনো দেশের সঙ্গে যুদ্ধ করতে চায় না। বিশেষ করে মুসলিম দেশ ও প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়।
|