চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং ২ আগস্ট পেইচিংয়ে চীন-মার্কিন প্রথম রণনৈতিক সংলাপে অংশগ্রহণকারী মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী রবার্ট বি.জোলিকের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
লি চাও সিং বলেছেন, চীন-মার্কিন রণনৈতিক সংলাপ হলো গত বছর চিলিতে দু'দেশের দুই শীর্ষ নেতার মতৈক্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। চীন ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রয়াসে প্রথম রণনৈতিক সংলাপ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে । এটি চীন-মার্কিন বৈঠক ও সহযোগিতার একটি নতুন পর্যায়ে উন্নীত হওয়ার প্রতীক। তা দু'দেশের পারস্পরিক আস্থা স্থাপন, মতৈক্য সম্প্রসারণ, নতুন শতাব্দিতে দু'দেশের গঠনমূলক সহযোগিতার সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের অনুকূল।
জোলিক চীন-মার্কিন রণনৈতিক সংলাপকে পুরোপুরিভাবে প্রশংসা করেন। তিনি বলেছেন, সংলাপটি দু'দেশের সমঝোতা জোরদার করেছে এবং ভবিষ্যতে দু'দেশের সহযোগিতারও অনুকূল।
তাছাড়া দু'পক্ষ চীন-মার্কিন সম্পর্ক ও অভিন্ন স্বার্থ জড়িত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা সম্পর্কে মত বিনিময় করেছে।
|