v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-03 15:46:52    
তু ছো

cri
    দূরদূরান্তের সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন শুনছেন আজকের অনুষ্ঠান সুরের ভূবন। আমি লিলি। আমি আপনাদের নিয়মিত উপস্থিতিকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমি চীনের প্যানপাইপ শিল্পী তু ছোংয়ের পরিবেশিত বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র-সঙ্গীত আপনাদের উপহার দেবো।

    প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমরা একসঙ্গে "টিটানিক" নামে একটি সঙ্গীত শুনবো। এটি হচ্ছে বিখ্যাত মার্কিন " টিটানিক" ছায়াছবির প্রধানসঙ্গীত। এটি ঊনসত্তরতম অস্কার বিজয়ী ছবি। তা শ্রেষ্ঠ পরিচালক সহ ১১টি পুরষ্কার পেয়েছে। ছবিটিতে ১৯১২ সালে "টিটানিক" নামে একটি বিশাল জাহাজ হিমবাহের সাথে ধাক্কা খেয়ে সমুদ্রের নিচে ডুবে যাওয়ার সময় ধনী পরিবারের একজন মেয়ে এবং একজন প্রতিভাবান তরুণচিত্রকরের মধ্যকার অমর প্রেমের কথা বর্ণনা করা হয়েছে। এই শ্রুতি-মধুর টাইটেল সঙ্গীতে খুব ভালভাবে চলচ্চিত্রের প্রেমিক-প্রেমিকার উত্তমপ্রেম প্রকাশ পেয়েছে। আচ্ছা, বন্ধুরা, এখন গানটি শুনুন।

    প্যানপাইপ হচ্ছে চীনে সবচেয়ে প্রাচীন বাঁশি জাতীয় বাদ্যযন্ত্রগুলোর অন্যতম। তার চার হাজার বছরের ইতিহাস আছে। গত শতাব্দীর আশির দশকের প্রথম দিকে তু ছোং শাংহাই সঙ্গীত ইন্সটিটিউটের লোক সঙ্গীত বিভাগে লেখাপড়া করেছেন। আস্তে আস্তে তিনি দীর্ঘকাল ধরে বাঁশি বাজানো অনুশীলনের ভিত্তিতে ধাপে ধাপে প্যানপাইপ বাজানোর কৌশল রপ্ত করেন। আস্তে আস্তে তিনি প্যানপাইপ বাজানোর ক্ষেত্রে সুদক্ষ হয়ে উঠেছেন। এখন তিনি " প্যানপাইপের রাজকুমার" বলে পরিচিত। প্রিয় বন্ধুরা, আপনারা এখন যে সঙ্গীত শুনছেন, তার নাম হচ্ছে " আজ রাতে তুমি কি ভালোবাসা অনুভব করতে পারবে"। এটি হচ্ছে মার্কিন সিনেমা " সিংহ রাজের" একটি সঙ্গীত। " সিংহ রাজ" নামক সিনেমায় একটি ছোট্ট সিংহ বন্ধুদের সাহায্যে অবশেষে একটি সুনিপুন সিংহ রাজায় পরিণত হওয়ার অভিজ্ঞতা ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, বন্ধুরা, চলুন আমরা পুরো গানটি শুনি

    বন্ধুরা, পরে আমরা একসাথে " প্রেমের গল্প" নামে একটি মার্কিন সিনেমার প্রধান সঙ্গীত শুনবো। সিনেমায় একটি হৃদয়গ্রাহী প্রেমের গল্প বর্ণনা করা হয়েছে। ধনী পরিবারের একটি ছেলে এবং সাধারণ নানবাই পরিবারের একটি মেয়ে আন্তরিকভাবে পরষ্পরকে ভালোবাসেন এবং বিয়ে করন। বিয়ের পর তাঁরা সুখে দিন কাটান। অথচ তাদের নতুন জীবন শুরু হতে না হতেই স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এই সঙ্গীত বহুবার সিনেমায় শোনানো হয়েছে। সঙ্গীতের মধুর ছন্দে দুজনের পরিপূর্ণ প্রেম প্রকাশ পেয়েছে। আচ্ছা, বন্ধুরা, এখন গানটি উপভোগ করুন।

    ১৯৮৯ সালে তু ছোং নিজের প্রথম CD সংকলন প্রকাশ করেছেন। এর পরে তু ছোংয়ের নাম ঘনিষ্ঠভাবে প্যানপাইপের সঙ্গে জড়িত হয়ে আছে। তিনি সাফল্যজনকভাবে একক প্যানপাইপ কন্সার্টের আয়োজন করেন এবং বিশেষজ্ঞ আর সঙ্গীত অনুরাগীদের উচ্চ সমাদর লাভ করেন। আজকের অনুষ্ঠান শেষ করার আগে আপনারা আমার সঙ্গে আরেকটি গান শুনবেন। গানের নাম হচ্ছে " আফ্রিকা থেকে বেরিয়ে আসি"। এটি হচ্ছে একটি আর্ট ফিল্ম। লেখিকা কারেন ব্লিকসেনের আসল কাহিনী অনুযায়ী সম্পাদনা করা হয়েছে। কারেন ব্লিকসেন ১৯১৪ সালে আফ্রিকায় কফি বাগানের ব্যবসা করতেন। সেখানে কিছু সময় থাকার পর তিনি আবিষ্কার করেছেন যে, তিনি আফ্রিকা ও আফ্রিকান জনগণকে ভালোববেসেছেন। আচ্ছা, প্রিয় বন্ধুরা, এখন আমরা একসঙ্গে প্যানপাইপ দিয়ে তু ছোংয়ের পরিবেশিত " আফ্রিকা থেকে বেরিয়ে আসি" নামক সিনেমার প্রধান সঙ্গীত শুনি।

    প্রিয় বন্ধুরা, সময় এত তাড়াতাড়ি কেটেছে। আজকের সুরের ভূবন প্রায় শেষ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকের সুরের ভূবন শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।