v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-03 14:10:35    
৩ আগস্ট

cri
** ২৬তম ওলিম্পিক গেমস সমাপ্ত

 ১৯৯৬ সালের ১৯ জুলাই, ২৬তম ওলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের আটলানটায় মহাসমারোহে উদ্বোধন হয়েছে। বিশ্ব ওলিম্পিক পরিবারের ১৯৭টি সদস্য ওলিম্পিকের এক শত বছর বয়সের বিশেষ ক্ষণে আনন্দচিত্তে সম্মিলনীতে মিলিত হয়েছে। সেবারকার গেমসে মোট ৪০৯টি বিশ্ব রেকর্ড, মহাদেশ রেকর্ড এবং জাতীয় রেকর্ড ভঙ্গ করেছে, এর মধ্যে বিশ্ব রেকর্ড রয়েছে ২৩টি। সেবার হচ্ছে সবচেয়ে বিরাটাকার, সর্বোচ্চ মানের এবং সবচেয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক এক ক্রিড়া মহা সম্মিলনী।

 "প্রাচ্য দেবী হরিণ" ওয়াং জুন সিয়া নারী ৫০০০ মিটার দৌঁড়ের ফাইনালে চীনা দলের জন্য প্রথম দৌঁড়-ঝাঁপ-নিক্ষেপের স্বর্ণপদক অর্জন করেছেন, এটা ওলিম্পিক গেমসের ইতিহাসে ৫০০০ মিটার নারী দৌঁড়ের প্রথম স্বর্ণপদকও বটে। এরপর ১০০০০ মিটার দৌঁড় প্রতিযোগিতায় তিনি আরেকটি রৌপ্য পদক অর্জন করেছেন। চীনের ফু মিং সিয়া নারী স্প্রিং বোর্ড ডাইভিংয়ের ফাইনালে স্বর্ণপদক অর্জন করেছেন। গত ৩৬ বছরে তিনি ওলিম্পিক গেমসে দুটো ডাইভিং স্বর্ণপদক অর্জনকারী প্রথম নারী খেলোয়াড় হন। সেবারকার ওলিম্পিক গেমসে চীন মোট ৩০৯ জন খেলোয়াড় পাঠিয়েছে। তাঁরা ২২টি বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, মোট ১৬টি স্বর্ণপদক, ২২টি রৌপ্য পদক, ১২টি ব্রঞ্জপদক অর্জন করেছেন, চারটি বিশ্ব রেকর্ড নবায়ন করেছেন।

** চীনারা প্রথম বোগদা পর্বতে আরোহন করেন

 ১৯৯৮ সালের ৪ আগস্ট চীনা ব্যক্তি প্রথম সাফল্যের সঙ্গে টিয়ান শান পাহাড়ের পূর্বাংশের সর্বোচ্চ পর্বত সমুদ্রসমতল ৫৪৪৫ মিটার উচুঁ বোগদা পর্বতে আরোহন করেছেন। এই দুঃসাহসিক কার্য করেছেন উরুমচি শহরের একটি অপেশাদার পর্বতারোহী দল। ১২ জন নিয়ে গঠিত এই দলে অন্তর্ভুক্ত রয়েছেন ক্যাডার, শিক্ষক, শিল্পপতি, সংবাদদাতা এবং ডাক্টার প্রমুখ।

** নাইজার প্রজাতন্ত্রের স্বাধীনতা

 নাইজার প্রজাতন্ত্র পশ্চিম আফ্রিকার শাহারা মরুভূমির দক্ষিণাংশে অবস্থিত। ১৯০৮ সালে ফ্রান্সের উপনিবেশে পরিণত হয়। এরপর নাইজারের জনগণ ফরাসী ঔপনিবেশিকের সঙ্গে দীর্ঘকালীন সশস্ত্র প্রতিরোধ করেন। ১৯৬০ সালের ৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে নাইজার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রাজধানী নিয়ামি। নাইজারের আয়তন ১২ লক্ষ ৬০ হাজার বর্গকিলোমিটার, ভূভাগের ৬০ শতাংশ হচ্ছে মরুভূমি । নাইজারের জনসংখ্যা ১ কোটি ১৪ লক্ষ। অধিকাংশ অধিবাসী ইসলাম ধর্মাবলম্বী। নাইজারের বিভিন্ন জাতি নিজের ভাষা আছে, হাউসা ভাষা মোটামুটি সারা দেশে প্রচলিত, সরকারী ভাষা হচ্ছে ফরাসী।