২ আগস্ট চীনের ইয়াংসি নদীর তিন-গিরিখাত প্রকল্প কোম্পানির সূত্রে জানা গেছে, ইয়াংসি নদীর তিন গিরিখাত বিদ্যুত্ কেন্দ্রের প্রথম উত্পাদন যন্ত্রসেট ২০০৩ সালের জুলাই মাসে চালু হওয়ার পর থেকে এই বছরের জুলাই মাস পর্যন্ত গোটা বিদ্যুত্ কেন্দ্র মোট ৭৩.১ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুত্ উত্পাদন করেছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত উত্পাদিত বিদ্যুত ২৫.৩ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা।
ইয়াংসি নদীর তিন-গিরিখাত বিদ্যুত্ কেন্দ্র হচ্ছে চীনের বৃহত্তম জলবিদ্যুত্ কেন্দ্র। পরিকল্পনা অনুযায়ী, তিন-গিরিখাত বিদ্যুত্ কেন্দ্র মোট ২৬টি বিদ্যুত উত্পাদন যন্ত্র সেট বসানো হবে, প্রত্যেক সেটের উত্পাদন ক্ষমতা ৭ লক্ষ কিলোওয়াট ঘন্টা । এখন অর্ধকেরও বেশি যন্ত্র সেটে বিদ্যুত্ উত্পাদন চালু হয়েছে।
|