v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-03 12:54:39    
পয়লা আগষ্ট ক্রীড়া খবর

cri

    ১ আগষ্ট সকালে চীনের দশম জাতীয় গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠান পেইচিংএর মহাকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। চীনের নভোচারী ইয়াং লি উয়ে এই মশাল জ্বালিয়েছেন।

    ৩১ জুলাই ১১তম বিশ্ব সাঁতার প্রতিযোগিতা ক্যানাডার মনট্রিলেমনট্রে সমাপ্ত হয়েছে। চীনের প্রতিনিধি দল এবারকার প্রতিযোগিতায় মোট ৫টি স্বর্ণপদক, ৫টি রোপ্যপদক এবং ৭টি ব্রোন্জপদক অর্জন করেছে। পদকের দিক থেকে চীনের স্থান তৃতীয়। ডাইভিং দফার যাবতীয় স্বণপদক চীনের ডাইভিং দলের পকেটস্থ হয়েছে। যুক্তরাষ্ট্র আর অষ্ট্রেলিয়া দল যথাক্রমে ১৭টি স্বর্ণপদক, ১৫টি রৌপ্যপদক এবং ৭টি ব্রোন্জপদক অর্জন করেছে।

    প্রথম স্ট্যানকোভিক কন্টিনেন্টাল বাস্কেটবল চ্যাম্পীয়নশীপকার্প ৩১ জুলাই পেইচিংএর রাজধানী জিমন্যাসিয়ামে শেষ হয়েছে। লিথুয়ানিয়া এবারকার প্রতিযোগিতায় চ্যাম্পীয়ন হয়েছে। চীন দল চতুর্থ হয়েছে। এবারকার প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছ'টি দেশে সবই বিভিন্ন মহা দেশের চ্যাম্পীয়ন দল। এ ছ'টি চ্যাম্পীয়ন দল ছিল: ইউরোপের চ্যাম্পীয়ন লিথুয়ানিয়া, এশিয়ার চ্যাম্পীয়ন চীন , আফ্রিকার চ্যাম্পীয়নআংগোলা , আমেরিকার চ্যাম্পীয়ন পতুর্রিকো , ওসেনিয়ার চ্যাম্পীয়ন অষ্ট্রেলিয়া এবং আথ্যেন্স ওলিম্পিক গেমসের চ্যাম্পীয়ন আর্জেন্টিনা দল।

     পূর্ব -এশীয় ফুটবল চ্যাম্পীয়নশিপ ৩১ জুলই দক্ষিণ কোরিয়ার দাইজিয়ানে শুরু হয়েছে। প্রথম খেলায় চীন দক্ষিণ কোরিয়ার মধ্যে ড্র হয়েছে। আরেকটি খেলায় উত্তর কোরিয়া দল জাপান দলকে ১: ০ গোলে পরাজিত করেছে। ৭ আগষ্ট যাবতীয় প্রতিযোগিতা শেষ হবে।

    পূর্ব এশীয় নারী ফুটবল প্রতিযোগিতা ১ আগষ্ট দক্ষিণ কোরিয়ার জিয়নজুতে শুরু হয়েছে। প্রথম খেলায় চীন দল দক্ষিণ কোরিয়া দলের কাছে ০: ২ গোলে হেরেছে। গত ১৫ বছর ধরে চীনের নারী দল প্রথম বার দক্ষিণ কোরিয়া দলের কাছে হেরেছে। আরেকটি খেলায় উত্তর কোরিয়া দল ১: ০ গোলে জাপান দলকে পরাজিত করেছে। গোটা প্রতিযোগিতা ৬ আগষ্ট সমাপ্ত হবে।

    ২৮ জুলাই পেইচিংএর ফংথাই সফট বল কোর্টের সম্প্রসারণ প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমসে ১১টি সম্প্রসারণ-সাপেক্ষ স্টেডিয়াম আর জিমন্যাসিয়ামের মধ্যে এই প্রকল্প হলো প্রথম। এই সম্প্রসারণ প্রকল্প ২০০৬ সালের জুন মাসের শেষ দিকে সম্পন্ন হবে। একই বছরের আগষ্ট মাসে বিশ্ব নারী সফট বল প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হবে।

    পেইচিং ওলিম্পিক সাংগঠনিক কমিটি ২৭ জুলাই ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের ইউ-পি-এস কোম্পানি ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমসের মালপত্র পাঠানো আর বিতরণের আর্থিক পৃষ্ঠপোষক নিবার্চিত হয়েছে। ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমস চলাকালে যুক্তরাষ্ট্রের এই কোমম্পানি নানা ধরনের পরিবসেবা সরবরাহ করবে।

    ঢাকা থেকে পাওয়া খবরে বলা হয়েছে , সপ্তাহব্যাপী এশিয়ান ইউনিভিসিটি ইনডোর ক্রীড়া গত রবিবার বিশ্ববিদ্যালয়ের উত্তরা ক্যাম্পাসে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আবুল হাসান মুহম্মদ সাদেক এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব স্ট্রাষ্টিজ সদস্য বেগম সালেহা সাদেক। ক্রীড়া প্রতিযোগিতায় টেবিল টেনিস, ব্যাটমিন্টন, দাবা, মিউজিক্যাল চেয়ার, ব্যায়াম, লুডু ইত্যাদি বিষয় অন্তর্ভূক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের মধ্যে প্রায় ৪০০ জন ছাত্রী এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।

    অতি সম্প্রতি ইংল্যান্ডের মাঠে ত্রিদেশীয় ক্রিকেটে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করায় জাতীয় দলকে নীড় লিমিটেডের পক্ষ থেকে একটি এ্যাপাটমেন্ট প্রদান করা হয়েছে। গত ১৯ জুন অধিনায়ক হাবিবুল বাশারকে উপহারের কথা জানানো হয় বলে নীড় লিমিটেডের এমডি স্থপতি মোবাশ্বের হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

    বেঙ্গল প্লাস্টিক অনূর্ধ্ব-১৯ মহিলা হ্যান্ডবল ৩ আগষ্ট থেকে শুরু হচ্ছে। জেলা দলগুলোকে নিয়ে আয়োজিত এই টুনার্মেন্টে অংশ নিচ্ছে ৮টি দল। ২ গ্রুপে ৪টি করে দল নিজেদের মধ্যে লীগ ভিত্তিতে খেলবে প্রতি গ্রুপের শীর্ষ ২টি করে দল সেমিফাইনালে উঠবে। চারদিনের টুনার্মেন্টর ফাইনাল ৬ আগস্ট। পল্টন ময়দানস্থ হ্যান্ডবল মাঠে উদ্বোধনী ও ফাইনালসহ কিছু ম্যাচ হবে। বাকি খেলা হবে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্ম মাঠে ১ লক্ষ ৩৪ হাজার টাকা বাজেটের ৭৫ হাজার টাকা দেবে পৃষ্ঠপোষক বেঙ্গল প্লাস্টিক।