৩ আগষ্ট কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠক পেইচিংয়ে অব্যাহতভাবে অনুষ্ঠিত হয়। বিভিন্ন পক্ষ চীন পক্ষের উত্থাপিত চতুর্থ অভিন্ন খসড়া প্রস্তাব নিয়ে পরামর্শ করছে।
ছ'পক্ষীয় বৈঠকের চীন পক্ষের তথ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা সকালে দ্বিপাক্ষিক পরামর্শ করছেন এবং বিকালে নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। তারপর, চীন পক্ষ নেতাদের সম্মেলনে ও সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক পরামর্শের ফলাফলের ভিত্তিতে নতুন অভিন্ন খসড়া প্রস্তাব দাখিল করবে, যাতে বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা তা নিয়ে আলোচনা ও পরামর্শ করতে পারেন।
এই পর্যন্ত চতুর্থ দফা বৈঠক নবম দিনে প্রবেশ করেছে। তবে বৈঠকের মোট সময়সীমা স্থির করা হয় নি।
|