v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-02 21:41:17    
চীনের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস লেখক আর ইউয়ে হো

cri
    চীনের লেখকদের মধ্যে আর ইউয়ে হো নামক একজন বিশিষ্ট লেখক আছেন , তিনি শুধু ঐতিহাসিক বিষয়গুলো ,বিশেষ করে চীনের রাজাদের কাহিনী লেখেন। আর ইউয়ে হোর বয়স পঞ্চাশের কিছু বেশী , দেখতে একটু মোটা , তিনি সবার সঙ্গে ভালো ব্যবহার করেন , তাঁর পরিচিত বন্ধুরা সবাই তাকে পছন্দ করেন , তারা বলেছেন তিনি যেন প্রতিবেশীর একজন চাচা। আর ইউয়ে হোর আসল নাম লিং চিয়ে ফান , আর ইউয়ে হো তার ছদ্মনাম। মধ্য চীনের সান সি প্রদেশে তার জন্ম , কিন্তু তিনি দীর্ঘ দিন হোনান প্রদেশে থাকেন । সানসি ও হোনান মধ্য চীনের হলুদ নদীর অববাহিকার দুটি প্রদেশ , তিনি নিজের জন্য যে আর ইউয়ে হোর ছদ্মনাম দিয়েছেন , তার অর্থ হলো ফেব্রুয়ারী মাসের হলুদ নদী , এই সময় হলুদ নদীর জমা বরফ গলতে শুরু করে , নদীর পানি নিম্ন অববাহিকার দিকে প্রবাহিত ।

    আর ইউয়ে হো খুব দেরীতে সাহিত্য রচনা করতে শুরু করেন । ১৯৮৬ সালে তার বয়স যখন ৪০ বছর , তখন থেকে তিনি সাহিত্য রচনা করতে শুরু করেন। তার লেখা প্রথম উপন্যাস ' মহা রাজা খাং সি '-র মোট অক্ষর সংখ্যা ১৫ লক্ষ , এই উপন্যাসে আজ থেকে তিন শ' বছর আগের ছিং রাজবংশের রাজা খাং সির জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে । এই উপন্যাসের প্রকাশ চীনের সাহিত্য মহলে আলোড়ন সৃষ্টি করেছে , তার দ্বিতীয় ও তৃতীয় উপন্যাসের প্রধান চরিত্রও ছিং রাজবংশের রাজা , তাদের নাম হলো ইয়োং চেং ও ছিয়েন লুং , চীনের পাঠকরা আর ইউয়ে হোর লেখা এই তিনটি বই পড়তে পছন্দ করেন , এই তিনটি উপন্যাসে আর ইইয়ে হো চীনের তিন শ' বছর আগেকার সামাজিক জীবন আর চীনের ছিং রাজবংশের রাজার খাংসি , ইয়োং চেং ও ছিয়েন লুং এই তিনজন রাজার শাসন আমলের এক শ' ৩০ বছরের ইতিহাস পাঠকদের সামনে তুলে ধরেছেন । এই তিনটে উপন্যাসের প্রতিটি চরিত্র জীবন্ত , রাজপরিবারের জীবনের দ্বন্দ্ব ও প্রাচীনকালের যুদ্ধের বর্ণনা পাঠকদের আকৃষ্ট করে । চীনের টেলিভিশন কেন্দ্রে এই তিনটি উপন্যাসের ভিত্তিতে রচিত সিরিজ নাটক প্রচারিত হয়েছে ,বিদেশেও এই তিনটে সিরিজ নাটক আলোড়ন সৃষ্টি করেছে । আর ইউয়ে হোর এই তিনটে উপন্যাস প্রকাশিত হওয়ার পর পাঠকরা অল্প দিনের মধ্যেই সব বই শেষ করেন , দেশবিদেশের পাঠকদের চাহিদা মেটানোর জন্য এই তিনটি বই বার বার ছাপানো হয়েছে । সাহিত্য রচনা সম্বন্ধে আর ইউয়ে হো বলেছেন , সংস্কার ও উন্মুক্ততারনীতি লেখকদের জন্য এক অপেক্ষাকৃত শিথিল রাজনৈতিক পরিবেশ যুগিয়ে দিয়েছে , আমরা স্বাধীনভাবে বই লিখতে পারি , আমাকে কোনো নিষেধের কথা চিন্তা করতে হয় না । রাজপরিবারের জীবন বর্ণনার সময় আমি সংকোচ বোধ করি নি । উপন্যাস তিনটিতে আমি স্বাস্থ্যকর ও সুন্দর জিনিস দিয়ে পাঠককে মুগ্ধ করার চেষ্টা করেছি , আসলে একটি উপন্যাসে লেখকের মন , রক্ত , চোখের পানি ও ঘাম আছে , পাঠকের সংখ্যা ও তাদের মূল্যায়নই একটি বইয়ের জীবন-শক্তির পরিচায়ক ।

    আর ইউয়ে হোর বয়স যখন সোল-সতের বছর , তখন চীনে তথাকথিত সাংস্কৃতিক বিপ্লব চলছিল , তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পান নি । তিনি কয়লা খনিতে কয়লা খনন করেছিলেন , বাড়ীঘর তৈরীর কাজ করেছিলেন , রাস্তা মেরামতের কাজ করেছিলেন এবং সৈন্যবাহিনীতে দশ বছর কাজ করেছিলেন । জীবনের কষ্টকর অভিজ্ঞতা তার মনোবল আরো দৃঢ করে তুলেছে । তিনি মনে মনে নিজেকে বার বার বলেন , আমাকে অবশ্যই একটা সার্থক কাজ করতে হবে। তিনি যে কোনো শারিরীক পরিশ্রম করেন , বই পড়া কখনো বন্ধ করেন নি । তিনি বিশেষভাবে চীনের ইতিহাস সম্পর্কিত বই পড়তে পছন্দ করেন। তা ছাড়া তিনি বিদেশের বিখ্যাত লেখকের বইগুলোও পড়েন। জীবনের নানা অভিজ্ঞতা তার মনে সাহিত্য রচনার ইচ্ছা সৃষ্টি করেছে , তিনি সাহিত্য রচনার মাধ্যমে জীবন ,পৃথিবী ও ইতিহাস সম্বন্ধে অন্য লোকের সঙ্গে যোগাযোগ করতে চান । প্রথম দিকে তিনি দিনের বেলায় কাজ করতেন , রাত্রে সাহিত্য রচনা করতেন । তিনি বলেছেন , প্রথম দিকে আমি দিনের বেলায় কাজ করতাম এবং রাত দুটা-তিনটা পর্যন্ত বই লিখতাম । প্রচন্ড শীতে ঘরে শরীর গরম করার ব্যবস্থা নেই , তবুও আমি সাহিত্য রচনা বন্ধ করি নি , গরমের সময় মশা বেশী , মশার কামড় প্রতিরোধের জন্য আমি পা দুটি পানির ভিতরে ভিজিয়ে লিখতাম ।

    চীনের সাহিত্য মহলে আর ইউয়ে হোর পরিশ্রম সবাই জানেন । তাঁর তিনটে উপন্যাস তার পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার ফল । উপন্যাস ' ছিয়েন লুন রাজা ' লেখার সময় একদিন তিনি হঠাত অচেতন হয়ে মস্তিস্কের স্ট্রোকে আক্রান্ত হন , চিকিত্সকদের প্রচেষ্টার ফলে তিনি মৃত্যুর হাত থেকে রক্ষা পান এবং এই উপন্যাস তিনি বিছানায় সম্পন্ন করেছেন ।

    সাহিত্য রচনা ছাড়া আর ইউয়ে হো ডাক টিকিট সংগ্রহ করতে পছন্দ করেন । তার ডাক টিকিট সংগ্রহের ইতিহাস ৩০ বছরেরও বেশী । বই লেখার ফাঁকে ফাঁকে তিনি নিজের সংগ্রহ ডাক টিকিটের এলবাম বের করে সুন্দর ডাক টিকিট উপভোগ করেন , তার পক্ষে এটা সবচেয়ে ভালো বিশ্রাম ।

    সাম্প্রতিক বছরগুলোতে শারিরীক কারণে আর ইউয়ে হো আর উপন্যাস রচনা করেন নি , তিনি প্রচুর পরিমান ছোট প্রবন্ধ লিখেছেন ।

    আর ইউয়ে হোর পারিবারিক জীবন সুখী , তার স্ত্রী ও মেয়ে তাকে খুব যত্ন করেন । নিজের জীবন সম্বন্ধে আর ইউয়ে হো বলেছেন , লেখকের পক্ষে স্বাভাবিক জীবন একান্ত প্রয়োজন । আমি অবসর সময় নিজে বন্ধুদের সঙ্গে দাবা ও তাস খেলি অথবা বন্ধুদের সঙ্গে আলাপ করি ।

    আর ইউয়ে হো একজন ঐতিহাসিক উপন্যাস লেখক হলেও তিনি বর্তমান চীনের সামাজিক সমস্যা সম্বন্ধে মনোযোগ দেন , গরীব অঞ্চলের স্কুল বয়সী ছেলেমেয়েরা যাতে স্কুলে পড়াশুনা করতে পারে , আর ইউয়ে হো একাধিক বার অর্থ অনুদান করেছেন , তার লক্ষ্য হলো তার অনুদান টাকা দিয়ে পাঁচটি আশা স্কুল প্রতিষ্ঠা করা ।