চীনের বিজ্ঞানীরা সম্প্রতি সার্থকভাবে স্ট্রেপটুকোকেস জীবনু দ্রুত পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করেছেন । চীনের সীমান্তের শুল্ক বিভাগে এই পদ্ধতি ব্যবহার করা হলে স্ট্রেপটুকোকেস জীবানুদুষিত জীবের গমনাগমন রোধ করা যাবে।
চীনের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন , স্ট্রেপটুকোকেস জীবানু দ্রুত পরীক্ষার এই পদ্ধতি উদ্ভাবন করতে মাত্র একসপ্তাহ সময় লেগেছে । এই নতুন পরীক্ষা পদ্ধতি ব্যবহার করলে শূয়রের মাংসে স্ট্রেপটুকোকেস জীবানু আছে কিনা চার ঘন্টার মধ্যে তা জানা যাবে । কিন্তু অতীতে পরীক্ষার ফল জানতে চার দিন লাগত । চীনের বিশেষজ্ঞদের মতে , এই নতুন পরীক্ষা পদ্ধতি সহজ ও ফলপ্রসু এবং তা বিশ্বের উন্নত মানের সমকক্ষ হয়েছে ।
|