চীনের উপবানিজ্যমন্ত্রী চাং চিকাং ২ আগষ্ট পেইচিংয়ে বলেছেন , ১৯৭৮ সাল থেকে সংস্কার আর উন্মুক্তদ্বার নীতি চালু হওয়ার পর চীনের পরিসেবা ক্ষেত্রে বছরে গড়ে ৭০ লক্ষ লোকের নতুন কর্মসংস্থান হয়েছে । পরিসেবা ক্ষেত্র ইতিমধ্যে দেশের কর্মসংস্থানের এক প্রধান উপায়ে পরিণত হয়েছে ।
বানিজ্যমন্ত্রনালয়ের পরিসেবা ক্ষেত্রের কর্ম সম্মেলনে উপমন্ত্রী চাং চিকাং বলেছেন , ১৯৭৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে চীনের পরিসেবা খাতের কর্মীদের সংখ্যা ১৮ কোটি বেড়েছে ।
তিনি বলেছেন , রেস্তরাঁ ও বিউটিপালার চীনের পরিসেবা ক্ষেত্রে এক তপ্তবিন্দুতে পরিনত হবে ।সেখানে অধিক থেকে অধিকতর লোকের কর্মসংস্থান হবে ।
|